আজঃ সোমবার ● ২৫শে ভাদ্র ১৪৩১ ● ৯ই সেপ্টেম্বর ২০২৪ ● ৫ই রবিউল-আউয়াল ১৪৪৬ ● রাত ১১:১৯
শিরোনাম

By মুক্তি বার্তা

চৌগাছায় হাসি মুখ ফাউন্ডেশনের পক্ষ থেকে দোয়া-মাহফিল ও মাস্ক বিতরণ

ফাইল ছবি

মেহেদী হাসানঃ হাসি মুখ ফাউন্ডেশনের পক্ষ থেকে চৌগাছা  উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান অধ্যক্ষ ডঃ মোঃ মুস্তানিছুর রহমান স্যারের সুস্থতা কামনা করে দোয়া ও মাহফিল আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া করোনা প্রতিরোধক হিসেবে জনসাধারণের মাঝে বিনামূল্যে মাক্স বিতরণ করা হয়।

হাসি মুখ ফাউন্ডেশনের পক্ষ থেকে দোয়া মাহফিল

মঙ্গলবার (১১ আগষ্ট) বিকেল চারটার সময় আয়োজিত উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবীর সোহেল। তিনি বলেন, আমি সব সময় ভালো কাজের সাথে আছি। আমাকে যখন ডাকবে আমি তখনি আসবো। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক অমেদুল ইসলাম বলেন, সংগঠনকে একটি পরিবার ভাবতে হবে এবং বিভিন্ন প্রকার দিকনির্দেশনা দেন।  হাসি মুখ ফাউন্ডেশনের সভাপতি মোঃ মেহেদী হাসান বলেন , সমাজের  দরিদ্র নিপীড়িত, অসহায়, সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে আমরা নিরলস পরিশ্রম করে যাব। এই সংগঠন মানুষের কল্যাণে সর্বদা সচেষ্ট থাকবে।
এছাড়া আরও উপস্থিত ছিলেন, সহ-সভাপতি শিশির আহমেদ শাওন, সহ-সভাপতি মোঃ খালিদ হাসান রানা, সহ-সভাপতি সোহান আক্তার অপু, সাধারণ সম্পাদক শিহাব পারভেজ, যুগ্ম সাধারণ সম্পাদক জিসান আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক বাবু, সাংগঠনিক সম্পাদক অপূর্ব হালদার, সহ- সাংগঠনিক সম্পাদক ফারাবি হাসান, দপ্তর সম্পাদক শরিফ,
প্রচার ও প্রকাশনা সম্পাদক রাহিনুজ্জামান, উপ-প্রচার সম্পাদক সাজিব বাবু, শিক্ষা বিষয়ক সম্পাদক নয়ন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক তপু রায়হান, ধর্ম বিষয়ক সম্পাদক রাতুল, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মিথুন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সজীব গাজী, যুব ও ক্রীড়া সম্পাদক তানভীর আহমেদ,
কোষাধ্যক্ষ তৌফিক, কার্য -নির্বাহী সদস্য সজিব হাসান, তানজিল উদ্দিন, সোহান, জাহিদ হাসান, ইকবাল হোসেন, নান্নু মিয়া, সাজু আহমেদ, তরিকুল ইসলাম, তৌশিক আহমেদ সাকিব, শফিকুল ইসলাম, সাফিন আহমেদ।
মুবার্তা/এস/ই

ফেসবুকে লাইক দিন