By মুক্তি বার্তা
শার্শায় মহিলা মাদক ব্যবসায়ী আটক
যশোরের শার্শা সীমান্ত থেকে ৫০ বোতল ফেনসিডিল সহ শাহানারা (২৮) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বুধবার (১২ আগষ্ট) সকালে তাকে আটক করে পুলিশ।
আটক শাহানারা শার্শা থানার লাউতাড়া গ্রামের শুকুর আলীর স্ত্রী।
পুলিশ জানায়, গোপন খবরের ভিত্তিতে পুলিশ বাগ আঁচড়া রাড়ি পুকুর এলাকা থেকে অভিযান চালিয়ে ৫০ বোতল ফেনসিডিল সহ তাকে আটক করে। শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খান জানান, আটক আসামির বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
মুবার্তা/এস/ই