আজঃ বুধবার ● ২৫শে বৈশাখ ১৪৩১ ● ৮ই মে ২০২৪ ● ২৭শে শাওয়াল ১৪৪৫ ● রাত ২:০৬
শিরোনাম

By মুক্তি বার্তা

কবিতা- “আত্মসাবধান”

আত্মসাবধান
             কেয়ন ইমরান
হাত দু’খানা নাঙ্গা করে
মুখে পরে মুখোশ,
আইনী ঝামেলা এড়িয়ে এলাম
র’ল না’ক রোষ।।
খাচ্ছি যে বিষ চুপিসারে
তার নেইকো খোঁজ,
আপনারে যে মারছি আপনি
সাবধান হয়েও রোজ।।
নিজের তেলে বেগুন ভাজি
না করে বাঙালি,
আপন ভালো বুঝবে তবে
স্নেহের বাঁধন ছাড়লি।।
শাসনে সচেতন হয় না
থাকে শুধু ভয়,
সামনে থেকে বিদায় হলে
অতীত রয়ে যায়।।
কাক আসার সুযোগ দিয়ে
কাক তাড়ানো বোকামি,
ক্ষেতে যখন লেগেছে কাক
দিতে হবে সেলামি।।
এই বাংলাতে এসেছে হায়
রক্ত-চক্ষু-বিভিষীকা!
দেখতে বাঙালি জমায়েত আজ
যেন বীর নিহারীকা।।
ভাইরাস এসে এই বাংলায়
ব্যবসায়ীরা লালে লাল,
মধ্যবিত্ত অসহায়ের চিপায় পড়ে
হল নিম্নমানের জঞ্জাল।।
করোনার মাঝে নেই করুণা
বোঝে নারে জনগণ,
চোর-পুলিশ খেলছে সবাই
মলিন আইনের বদন।।
করুণা করো ও করোনা
বাঁচাও এই বিশ্বকে,
আল্লাহর ঘর বন্ধ রাখে
পড়ে তোমার বিপাকে।।
আল্লাহ্ দিল যে গজব
মানুষে বোঝে না,
ক্ষমতার প্রভাব যতই দেখাও
ধরলে ছাড়বে না।।
আত্মসাবধান না হলে পরে
সচেতন করা অসম্ভব,
স্বাস্থ্যবিধি না মানলে হায়
বেড়ে যাবে প্রাদুর্ভাব।।
মুবার্তা/এস/ই

ফেসবুকে লাইক দিন