By মুক্তি বার্তা
দুই সন্তান রেখে মায়ের আত্মহত্যা
যশোরের চৌগাছায় বিনা খাতুন (৩৫) নামে দুই সন্তানের জননী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
বিনা খাতুন উপজেলার নারায়ণপুর গ্রামের কাশেম আলীর মেয়ে এবং যশোর সদর উপজেলার চান্দুটিয়া গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী। তিনি এক ছেলে ও এক মেয়ের মা ছিলেন।
বৃহস্পতিবার (১৩ আগষ্ট) বিকেলে বাবার বাড়ির বসতঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।
স্থানীয় ইউপি সদস্য ইউসুফ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিনা দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিল। যে কারণে সে বাবার বাড়িতেই থাকত। সে আগেও কয়েকবার আত্মহত্যার চেষ্টা করে ব্যর্থ হয়। বৃহস্পতিবার বিকেল ৫ টার দিকে বাড়ির লোকজন কাজে ব্যস্ত থাকার সময় বিনা বসতঘরের আড়ায় রশি দিয়ে গলায় ফাঁস দেয়। পরিবারের লোকজন বুঝতে পেরে তার মরদেহ উদ্ধার করে চৌগাছা থানা পুলিশকে খবর দেয়।
চৌগাছা থানার সেকেন্ড অফিসার এসআই কাওসার আলম বলেন, পরিবার-সদস্যদের কোনো অভিযোগ না থাকায় মৃতদেহ দাফনের জন্য অনুমতি দেয়া হয়েছে।
মুবার্তা/এস/ই