আজঃ বৃহস্পতিবার ● ১৯শে বৈশাখ ১৪৩১ ● ২রা মে ২০২৪ ● ২২শে শাওয়াল ১৪৪৫ ● সন্ধ্যা ৭:০৭
শিরোনাম

By মুক্তি বার্তা

বেগম খালেদা জিয়া ব্যারিস্টার জাইমা রহমানকে বিএনপির নেতৃত্বে আনার পরামর্শ দিয়েছেন

ফাইল ছবি

আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ সভানেত্রীর প্রতিদ্বন্দ্বী হিসেবে জাইমাকে গড়ে তোলার জন্য এখন থেকেই কাজ করার পরামর্শ দিয়েছে বিএনপিপন্থি এই বুদ্ধিজীবীরা।

দীর্ঘদিন ক্ষমতার বাহিরে থাকা দলকে চাঙ্গা করতে নতুন নেতৃত্বের বিষয়ে ভাবছেন বিএনপিপন্থি বুদ্ধিজীবীরা। এজন্য তারা বেগম খালেদা জিয়াকে উপদেষ্টা রেখে তার নাতনী ব্যারিস্টার জাইমা রহমানকে নেতৃত্বে আনার পরামর্শ দিয়েছেন।

এর আগে তারেক রহমানের সহধর্মিনী ডা. জোবায়দা রহমান বিএনপিকে নেতৃত্ব দিতে পারেন এমন গুঞ্জন শোনা গিয়েছিল। এবার তারেকের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানের নাম এলো। সম্প্রতি তিনি ওকালতি পাস করেছেন।

এ বিষয়ে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ বলেন, ‘বেগম জিয়ার শরীর এখনো ভালো আছে। তিনি যদি এখনো তার নাতনী জাইমাকে প্রমোট করেন তার উপদেষ্টা হিসেবে তাহলে জাইমা ভালোভাবে বিএনপিকে নেতৃত্ব দিতে পারবে। তারেক অবসরপ্রাপ্ত। এখন তরুণ কারো আসা দরকার। শেখ হাসিনার প্রতিদ্বন্দ্বী হতে পারে তারেকের মেয়ে। তাহলেই নতুন গতি আসবে। এদিকে লক্ষ্য রাখলে নতুন গতি আসবে। আর এতেই পরিবর্তনের সম্ভাবনা আছে।’

এ বিষয়ে দলটির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ‘জোবাইদা খুব জনপ্রিয়। আর জাইমা ব্যারিস্টারি পাস করেছেন। এটা বিএনপির জন্য ভালো যদি তারা রাজনীতিতে আসেন, তাহলে রাজনীতিতে সুবাতাস বইবে। নেতাকর্মীরা উদ্দীপ্ত হবেন।’

এছাড়াও করোনা পরিস্থিতি কাটিয়ে উঠে দ্রুতই রাজনীতির মাঠে কার্যকর ভূমিকা রাখতে বিএনপিকে সাংগঠনিকভাবে প্রস্ততি নেয়ারও পরামর্শ দিয়েছেন বিএনপিপন্থি বুদ্ধিজীবীরা।

প্রসঙ্গত, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সাজাপ্রাপ্ত আসামি। এছাড়াও বয়সের ভারে অসুস্থ তিনি। এদিকে তারেক রহমানও দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি। তাই সব পরিস্থিতি বিবেচনা করে বুদ্ধিজীবীরা এই পরামর্শ দিয়েছেন।

মুবার্তা/এস/ই

ফেসবুকে লাইক দিন