আজঃ শনিবার ● ২৭শে আশ্বিন ১৪৩১ ● ১২ই অক্টোবর ২০২৪ ● ৮ই রবিউস-সানি ১৪৪৬ ● রাত ১১:০২
শিরোনাম

By মুক্তি বার্তা

সমগ্র চৌগাছায় যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস পালন

ফাইল ছবি

চৌগাছা প্রতিনিধিঃ যশোরের চৌগাছায় যথাযত মর্যাদা ও ভাবগাম্ভির্যের সাথে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক পালিত হচ্ছে। ১৫ আগস্ট সকাল ৯ টায় উপজেলার পৌর সদরের ভাস্কর্য মোড়ে বঙ্গবন্ধুর ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু হয়। প্রথমেই ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে চৌগাছা উপজেলা প্রশাসন। এরপরে একে একা উপজেলা আওয়ামী লীগ, চৌগাছা থানা, উপজেলা ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, চৌগাছা প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও প্রতিষ্ঠান বঙ্গবন্ধুর ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শোক শোভাযাত্রা

শোক দিবসে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চৌগাছা উপজেলা শাখার পক্ষ থেকে “শ্রদ্ধাঞ্জলি”

 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষে শ্রদ্ধাঞ্জলি

 

সিংহঝুলী আলিম মাদরাসায় শোক দিবসে আলোচনা ও দোয়া-মাহফিল

 

এরপরে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রকৌশলি এনামুল হকের নেতৃত্বে উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা এসএম হাবিবুর রহমানের নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বঙ্গবন্ধুর ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদন করেন। জাতিয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে স্বাস্থ্যবিধি মেনে দোয়া মাহফিল ও আলোচনা সভা করেছে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও প্রতিষ্ঠান।

শোক দিবসে চৌগাছা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে চেক ও গাছের চারা বিতরন


এদিন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রকৌশলি এনামুল হক বিভিন্ন বেকার যুবকদের মাঝে যুব উন্নয়ের চেক প্রদান ও গাছের চারা বিতরন করেন।

অন্যদিকে চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা এস এম হাবিবুর রহমানের সভাপতিত্বে সকাল ১১ টায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে দোয়া মাহফিল ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন ২নং পাশাপোল ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অবায়দুল ইসলাম সবুজ, ৩নং সিংহঝুলি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও  চৌগাছা উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক রেজাউর রহমান রেন্দু, প্রচার সম্পাদক শাহাবুদ্দীন চুন্নু,

বাংলাদেশ ছাত্রলীগ চৌগাছা উপজেলা শাখার পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি

উপজেলা আওয়ামী লীগের কার্য নির্বাহী সদস্য ও যশোর এমএম কলেজ ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক  আশরাফুল আলম, এসএম রেজোয়ান হাবিব আলিফ, যুব মহিলা লীগের সেক্রেটারি নাসিমা খানম, ছাত্রলীগের সেক্রেটারি শফিকুজ্জামান রাজু, যুগ্ম-সম্পাদক হাসান রেজা, সাংগাঠনিক সম্পাদক রাজু আহম্মেদ,দপ্তর সম্পাদক- হাসেম আলী, যুবলীগের মঈনুল ঈসলাম, খোকন,কালু বিশ্বাস, সবুজ হোসেন, ছাত্রনেতা সোহেল, রিংকু, জিসাদ, বিপুল সহ অন্যান নেতৃবৃন্দ।

চৌগাছা থানার পক্ষ থেকে বঙ্গবন্ধু মোরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন

এছাড়াও আজ উপজেলার সিংহঝুলি, শুকপুকুরিয়া ইউনিয়নসহ বিভিন্ন ইউনিয়নে ও সকল মসজিদ মন্দিরে আগষ্টে শহীদ সকলের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রকৌশলি এনামুল হক ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এসএম হাবিবুর রহমান।

প্রেসক্লাব চৌগাছার পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি

এসকল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব) অধ্যাপক ডা.নাসির উদ্দিন উপস্থিত থাকবেন বলে নিশ্চিত করেছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম হাবিবুর রহমান।

বাংলাদেশ সেচ্ছাসেবক লীগ চৌগাছা উপজেলা শাখার পক্ষ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি

দলীয় সকল কর্মকান্ডের পাশাপাশি চৌগাছার পৌর মেয়র নুর উদ্দিন আল মামুন হিমেল জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,বঙ্গমাতা ফজিলাতুন নেসা মুজিবসহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে পৌরসভায় অবস্থিত ৪৮টি মসজিদ ও সকল মন্দিরে বিশেষ দোয়ার ব্যবস্থা করেছেন। মেয়র নূর উদ্দিন আল মামুন হিমেল বলেন, আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশ যথাযত পালন করাটাও দলীয় শিষ্ঠাচার। তাই এই করোনা মহামারির সময়ে স্বাস্থ্যবিধি মেনে সকল মসজিদে এবং বিভিন্ন উপাসনালয়ে বিশেষ দোয়ার ব্যবস্থা করা হয়েছে।

মুবার্তা/এস/ই

ফেসবুকে লাইক দিন