আজঃ মঙ্গলবার ● ২৬শে ভাদ্র ১৪৩১ ● ১০ই সেপ্টেম্বর ২০২৪ ● ৬ই রবিউল-আউয়াল ১৪৪৬ ● সকাল ৬:২৩
শিরোনাম

By মুক্তি বার্তা

যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের তিন কিশোরকে নির্মমভাবে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত বিচার আইনে দৃষ্টান্তমূলক শাস্তির নিশ্চিত করতে হবে -ইশা ছাত্র আন্দোলন যশোর জেলা শাখা

ফাইল ছবি

যশোর প্রতিনিধিঃ যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের তিন কিশোরকে নির্মমভাবে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত বিচার আইনে দৃষ্টান্তমূলক শাস্তির নিশ্চিত করতে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন যশোর জেলা শাখার উদ্যোগে মানববন্ধনের আয়োজন করা হয়

আজ ১৬ ই আগস্ট ২০২০ইং, রবিবার বিকাল ৪ টায় যশোর প্রেসক্লাব চত্বরে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন যশোর জেলা শাখার সভাপতি মোহাম্মাদ আমিনুল ইসলামের সভাপতিত্বে ও সংগঠনের জেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল আউয়ালের পরিচালনায়
ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন যশোর জেলা শাখার মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মোঃ কামরুজ্জামান।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন গত বৃহস্পতিবার (১৩ আগস্ট ২০২০ইং) যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে একটি ঠুনকো বিষয়কে কেন্দ্র করে সরকারি কর্মকর্তাদের মাধ্যমে তিন কিশোরকে নির্মমভাবে পিটিয়ে হত্যা ও প্রায় ১৫ জনকে আহত করার যে নির্মম ঘটনা সংঘটিত হয়েছে তা চরম অমানবিক এবং জাহিলি যুগের বর্বরতাকেও হার মানিয়েছে।

তিনি আরো বলেন, বাংলাদেশে অনেক হত্যাকাণ্ডের তদন্ত কমিটি দেখেছে কিন্তু তার বিচার দেখেনি। তিনি বলেন ইতিমধ্যে যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে অনতিবিলম্বে সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে হবে এবং এ ধরনের হত্যাকান্ড যাতে আর না ঘটে সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন যশোর জেলা শাখার সহ-সভাপতি মোঃ বিলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক আবু রায়হান, প্রশিক্ষণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ জহিরুল ইসলাম, অর্থ সম্পাদক মোঃ নাকিবুল হাসান, দপ্তর সম্পাদক মোহাম্মাদ আব্দুল আউয়াল সহ প্রমুখ নেতৃবৃন্দ।

মুবার্তা/এস/ই

ফেসবুকে লাইক দিন