আজঃ শুক্রবার ● ১৭ই কার্তিক ১৪৩১ ● ১লা নভেম্বর ২০২৪ ● ২৮শে রবিউস-সানি ১৪৪৬ ● সকাল ১০:০৫
শিরোনাম

By মুক্তি বার্তা

কবিতা- “স্বপ্নের শরৎ”

কবি ও লেখক

স্বপ্নের শরৎ
          কেয়ন ইমরান
মাঝে মাঝে মনে হয়-
আমি কোথাও হারিয়ে যায়।
দূর নিলীমায় অচিন্ত্য গ্রহে,
সবুজ-শ্যামল প্রকৃতির সমারোহে।
এতটুকু দুঃখ নেই যেথায়,
শান্তি বিরজমান এমন আলয়।
নেই বিগ্রহ, নেই দাঙ্গা,
সর্বময় চিত্ত খুশিতে চাঙ্গা।
জোসনা নাহি যায় বিলয়ে,
জোনাকীও নাহি যায় হারিয়ে।
কত দিন, কত বছর,
এমনি করে হয় পার।
ক্ষুধা নিবারণের জ্বালা নেই,
কষ্ট নিয়ে ভাবনা নেই,
ঘুমন্ত আঁখি মেলবো না-
এ যেনো আনন্দের আঙিনা।
কোথা পাব সেই নগর!
দরদ ভরা প্রেমের চাদর
সারাক্ষণ জড়িয়ে রবে মোর।
থাকব আমি হয়ে বিভোর।
উড়িয়ে পাল ভাসাবো তরী,
অভিলাষ মনে এভাবে ঘুরি।
আকাশে নীল সামিয়ানা থাকবে,
সাদা মেঘের ভেলা ভাসবে।
শ্লুক বলাকার পাল উড়বে,
মধ্যম তাপের সূর্য থাকবে,
স্বপ্নের শরতের কাশ বনে-
থাকবে ভরে রুপ-লাবণ্যে।
মুবার্তা/এস/ই

ফেসবুকে লাইক দিন