By মুক্তি বার্তা
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দ্বিতীয় তলার যে কক্ষে বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন বসেন ঠিক তার মাথার ওপর তৃতীয় তলার কক্ষে আগুন ধরে যায়।
রবিবার (১৬ আগস্ট) আনুমানিক বিকেলে সাড়ে ৪টা এবং পৌনে ৫টার মধ্যে কক্ষটি থেকে প্রচণ্ড ধোঁয়া বের হতে থাকলে বাফুফে ভবনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন তার কক্ষেই ছিলেন।
আগুন! আগুন!! আগুন!!! চারদিক থেকে এই আওয়াজ আসতে থাকলে বাফুফে ভবনের মধ্যে অবস্থানরত সভাপতি, সাধারণ সম্পাদক, নির্বাহী কমিটির এক সদস্য এবং অন্য কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সভাপতি কাজী সালাউদ্দিনসহ সবাই দ্রুত নিচে নেমে ভবনের সামনে মাঠে নিরাপদ স্থানে অবস্থান করেন।
খবর দিলে দ্রুত ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। জানা গেছে, তৃতীয় তলার ওই কক্ষটিতে রেফারিরা বসেন। বাফুফে মিডিয়া বিভাগের সহকারী খালিদ মাহমুদ নওমী বলেন, শর্টসার্কিটে এসিতে আগুন ধরে গিয়েছিল। পরে বিদ্যুতের লোকজন এসে চেক করে সব ঠিক করে দেন।
মুবার্তা/এস/ই (কু/বা)