আজঃ বুধবার ● ২২শে কার্তিক ১৪৩১ ● ৬ই নভেম্বর ২০২৪ ● ৩ জমাদিউল-আউয়াল ১৪৪৬ ● সকাল ৬:৫১
শিরোনাম

By মুক্তি বার্তা

ব্যাংককে হিরোস তায়কোয়ানডো ভার্চুয়াল ইন্টারন্যাশন্যাল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশীর শিরোপা জয়

ফাইল ছবি

অনলাইন ডেস্কঃ থাইল্যান্ডের ব্যাংককে হিরোস তায়কোয়ানডো ভার্চুয়াল ইন্টারন্যাশন্যাল চ্যাম্পিয়নশিপ ২০২০ অনুষ্ঠিত হয়েছে।

জানা যায়,গত ৮ ও ৯ ই অগাস্ট এ অনলাইন পুমছে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বাংলাদেশ মোদোকোয়ান তায়কোয়ানডো এসোসিয়েশনের প্রধান প্রশিক্ষক ও সাধারণ সম্পাদক মাস্টার আরিফ হোসেন ৩য় স্থান অধিকার করেন।৪০ বছর বয়স পুমছে ক্যাটাগরিতে দুই রাউন্ড খেলে তিনি ৬.১৫ স্কোর অর্জন করেন। ইন্টারন্যাশনাল এ অনলাইন পুমছে প্রতিযোগিতায় মোট ৩৩ টি দেশ অংশগ্রহণ করেন।

এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, এ বিজয় আমার নয় এ বিজয় বাংলাদেশের। আমি আমার দেশকে ভালোবাসি। সরকারি পৃষ্টপোশকতা পেলে আমি দেশের প্রতিটি জেলায় প্রতিভাবান খেলোয়াড় তৌরির লক্ষ্যে নিজেকে আত্মনিয়োগ করবো।

দেশের আনাচে কানাচে অনেক মেধাবী খেলোয়াড় রয়েছে তাদেরকে এই কোরিয়ান মার্শাল আর্ট অলিম্পিক গেমস এ সম্পৃক্ত রাখতে দেশের প্রতিটি জেলা ও উপজেলার স্কুল এবং কলেজের শিক্ষার্থীদের প্রশিক্ষণের সূযোগ করে দিতে হবে।

বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানের মেয়ে শিক্ষার্থীদের প্রশিক্ষণ বাধ্যতামূলক করা উচিত বলে এ মার্শাল আর্ট বোদ্ধা মনে করেন।

তিনি বলেন, তায়কোয়ান্দো এমনই একটি খেলা যে খেলার কৌশল রপ্ত করতে কঠিন সাধনায় নিজেকে নিয়োজিত করতে হয়। শরীর ও মনকে নিয়ন্ত্রন করতে তায়কোয়ান্দোর কোন বিকল্প নেই।

ইভটিজিং ও অসহায় দূর্বলদের আত্মরক্ষার্থে তায়কোয়ান্দো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটি সুস্থ ও সুন্দর জাতি গঠনে শিক্ষা প্রতিষ্ঠানে এর চর্চা আবশ্যক।

এ ব্যাপারে ক্রীড়া ও শিক্ষা মন্ত্রণালয়ের এক সাথে কাজ করতে হবে। জেলা ক্রীড়া সংস্থা গুলোকে আর কর্মতৎপর ও আধুনিকায়ন করতে হবে। একমাত্র ভালো খেলোয়াড়েরা ক্রীড়া ণৌপূন্য প্রদশর্নের মাধ্যমে দেশকে বিশ্বের দরবারে উপস্থাপন করতে পারে।

তিনি আরও বলেন, একমাত্র খেলাধুলার মাধ্যমে দেশ থেকে মাদক নির্মূল করা সম্ভব। তায়কোয়ান্দোতে ব্লাকবেল্ট ৫ম ডানের অধিকারী খ্যাতিমান এ প্রশিক্ষক সকলের দোয়া ও আর্শীবাদ কামনা করেছেন।

মুবার্তা/এস/ই

ফেসবুকে লাইক দিন