আজঃ বৃহস্পতিবার ● ১৪ই অগ্রহায়ণ ১৪৩১ ● ২৮শে নভেম্বর ২০২৪ ● ২৪শে জমাদিউল-আউয়াল ১৪৪৬ ● রাত ১:২১
শিরোনাম

By মুক্তি বার্তা

সামাজিক দূরত্ব এখন মুখশের আড়ালে

প্রতিকি ছবি

কেয়ন ইমরান, চৌগাছা: করোনার এই ক্রান্তি লগ্নে মানুষ সামাজিক দূরত্ব মেনে চলছেন না। শুধু তাই নয় মুখে পরছেন না মুখোশ। কিছু দিন সেনাবাহিনীর ভয়ে মুখে মুখোশ ও সামাজিক দূরত্ব বজায় রাখলেও এখন আর কেউ মানছেন না তেমন করে।
মনে হচ্ছে করোনা বলে কিছু নেই এবং কিছু ছিল না। বিশেষ করে যাত্রীবাহী যান গুলোতে সেই আগের মতো উপচে পড়া ভীড়। সামাজিক দূরত্ব বলতে এখন শুধুমাত্র মুখোশই যথেষ্ট। চৌগাছা থেকে যশোর গামী বাস গুলোতে সেই আগের মতো ঠাসাঠাসি যাত্রী। ভাড়া বর্ধিত হারে রয়েছে কিন্তু যাত্রী বর্ধিত নেই। দিনে দিনে যাত্রীর পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। কিছু যাত্রী সচেতন হওয়াতে বাড়তি কথা শুনতে হচ্ছে প্রতিনিয়তই। বাইরে থাকা যাত্রীদের সাথে বাসের সুপার ভাইজারের এমন আচরণ যেনো বাসের ভিতর অধিকংশ সীট খালি।
মুখোশের ক্ষেত্রে সুপার ভাইজারের কড়াকড়ি নিয়ম কিন্তু দূরত্ব বজায়ে রাখার ক্ষেত্রে নয়। সেনাবাহিনীর অভিযান শেষে যেনো প্রাণ ফিরে পেয়েছেন মালিক-চালক-সুপার ভাইজার। অর্থ উপার্জন করতে গিয়ে ভুলেছে করোনা মহামারির ভয়াবহ রুপ। সামাজিক দূরত্ব এখন মুখোশের আড়ালে। মানুষ শুধুমাত্র সুপার ভাইজারের ভয়ে মুখোশ পরছেন। দুরত্ব বজায় থাক বা না থাক মুখোশ তো আছে!
মুবার্তা/এস/ই

ফেসবুকে লাইক দিন