আজঃ সোমবার ● ২৯শে আশ্বিন ১৪৩১ ● ১৪ই অক্টোবর ২০২৪ ● ১০ই রবিউস-সানি ১৪৪৬ ● দুপুর ১২:২৯
শিরোনাম

By মুক্তি বার্তা

সাপে কাপড়ের ঘটনা গোপন করায় কৃষকের মৃত্য

প্রতিকি ছবি

মেহেরপুরের গাংনীতে সাপের কামড়ে খসরুল আলম (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোরে নিজ বাড়িতে মৃত্যু হয় তার। তিনি উপজেলার কাজীপুর গ্রামের হালসানা পাড়ার উকিল উদ্দীনের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য মো. খবির উদ্দীন জানান, খসরুল আলম প্রতিদিনের মতো সীমান্ত এলাকায় একটি জমিতে কাজ করছিলেন। এ সময় বিষধর সাপে তার পায়ে কামড় দিলে অসুস্থ হয়ে পড়েন। সাপের কামড়ের বিষয়টি তার পরিবারের সদস্যদের কাছে গোপন করেন। রাত গভীর হলে অসুস্থতাও বাড়তে থাকে। এক পর্যায়ে সাপের কামড়ের বিষয়টি পরিবারের সদস্যদের জানালে একজন ওঝাকে দিয়ে বিষ উত্তোলনের চেষ্টা করলেও শেষ পর্যন্ত তার মৃত্যু হয়।

মৃতের পরিবার ও স্থানীয় সূত্র জানায়, খসরুল আলম খসরুর নামে একটি মাদকের মামলা রয়েছে। মামলার পর থেকে অনেকটাই আত্মগোপনে থাকতেন তিনি। পুলিশের হাতে আটক হতে পারেন এমন আশংকায় হাসপাতালে চিকিৎসা নিতে যাননি তিনি।

মুবার্তা/এস/ই

ফেসবুকে লাইক দিন