আজঃ বুধবার ● ২৭শে ভাদ্র ১৪৩১ ● ১১ই সেপ্টেম্বর ২০২৪ ● ৬ই রবিউল-আউয়াল ১৪৪৬ ● ভোর ৫:৫৮
শিরোনাম

By মুক্তি বার্তা

সম্মাননা পেয়েছেন ওসমানীনগর থানার এসআই (নিরস্ত্র) সুবিনয় বৈদ্য

ফাইল ছবি

সিলেট জেলা পুলিশের মাসিক কল্যান সভায় সর্বনিম্ন সময়ের মধ্যে মামলা নিষ্পত্তি, সর্বাধিক আসামি গ্রেফতার ও আদালতে সর্বাধিক আসামিকে তাদের দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ করা সহ স্বচ্ছ তদন্তকারী কর্মকর্তা হিসেবে ভাল কাজের স্বীকৃতি স্বরুপ বিশেষ সম্মাননা পেয়েছেন ওসমানীনগর থানার এসআই (নিরস্ত্র) সুবিনয় বৈদ্য।

মঙ্গলবার (১৮ আগস্ট) মাসিক কল্যাণ সভায় এসআই (নিরস্ত্র) সুবিনয় বৈদ্য’র হাতে সম্মাননা তুলে দেন সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম।

উল্ল্যেখ্য, জুলাই মাসে জেলার অপরাধ দমন ও নিয়ন্ত্রনে গুরত্বপূর্ন অবদানের জন্য অফিসার ও ফোর্সদের মধ্যে শুভেচ্ছা ক্রেস্ট ও নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয়। কল্যান সভায় জেলা পুলিশে কর্মরত অবস্থায় অবসরে যাওয়া পুলিশ সদস্যদের বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। এসময় জেলার আইন শৃংখলা নিয়ন্ত্রনে পুলিশ সদর দপ্তর থেকে প্রাপ্ত পাঁচটি ডাবল কেবিন পিকাপ ও দুটি মটর সাইকেল সংশ্লিষ্ট অফিসারদের মধ্যে হস্তান্তর করেন পুলিশ সুপার। সভায় জেলার সার্বিক আইন শৃংখলা নিয়ন্ত্রন রাখার পাশাপাশি জনগনের জান মালের নিরাপত্তা বিধানে সকল অফিসারদের বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার।

মুবার্তা/এস/ই

ফেসবুকে লাইক দিন