By মুক্তি বার্তা
নিখোঁজের ৫ বছর পরে ভাইয়ের ঘরে কঙ্কাল
অনলাইন ডেস্কঃ ৬৬ বছর বয়সী ভাইটি ২০১৫ সালে হঠাৎ নিখোঁজ হয়ে যায়। পুলিশের কাছে জানানোর পর ভাইয়ের জন্য ২০১৬ সাল পর্যন্ত অপেক্ষা করতে থাকে ছোট বোন ও ছোট ভাইটি। কিন্তু কোনো খোঁজ মিলে না।
জাপান টুডে’র প্রতিবেদন অনুসারে, গত সপ্তাহে ভাইয়ের ঘর পরিষ্কার করতে গিয়ে কঙ্কাল খুঁজে পায় ছোট বোনটি। জাপানের কাসুগাই শহরে এ ঘটনা ঘটে।
সুমিও সুয়েনাগার ছোট বোনটি জানান, মানুষের শরীরের হাড়ের মত দেখতে পেয়ে পুলিশকে জানাই। পুলিশ এসে নিশ্চিত করে হাড়টি মানুষের। তবে ছেলে নাকি মেয়ে সে বিষয়ে বলা সম্ভব না হলেও পুলিশ নিশ্চিত করেছে কঙ্কালটি তার ভাইয়ের।
পুলিশ জানায় সুমিও সুয়েনেগার ভাইবোনদের অনেক বয়স হয়েছে তারা সবাই অবসর গ্রহণ করেছে। সেক্ষেত্রে বাড়ি থেকে সুয়েনাগা চলে গেলেও ভাই বোন কেউ খেয়াল করেনি বলে বলছে পুলিশ।
মুবার্তা/এস/ই/আ