আজঃ সোমবার ● ২৫শে ভাদ্র ১৪৩১ ● ৯ই সেপ্টেম্বর ২০২৪ ● ৫ই রবিউল-আউয়াল ১৪৪৬ ● রাত ১০:৪৬
শিরোনাম

By মুক্তি বার্তা

দুই নারীকে বাঁচাতে সাগরে ঝাঁপ দিলেন প্রেসিডেন্ট মার্সেলো

প্রতিকি ছবি

সাগরে সাঁতার কাটার সময় বিপদে পড়েন দুই নারী। এসময় তাদের সাহায্য করতে সাগরে ঝাঁপ দেন পর্তুগালের প্রেসিডেন্ট মার্সেলো রেবোলো।

ওই ঘটনার এক ভিডিও ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। এতে পর্তুগালের প্রেসিডেন্টের প্রশংসায় ভাসছেন নেটিজেনরা।

খবরে বলা হয়েছে, দেশটির জনপ্রিয় পর্যটন কেন্দ্র আলগার্ভ সৈকত ছোট নৌকায় ঘুরে বেড়ানোর সময় দুর্ঘটনার কবলে পড়েন দুই নারী। সেসময় ওই সমুদ্রসৈকতে থাকা প্রেসিডেন্ট মার্সেলো রেবোলো কোন রকমের প্রটোকল ছাড়া নিজেই তাদের উদ্ধারে সাগরে ঝাঁপ দেন।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, প্রেসিডেন্ট মার্সেলো যখন সাঁতরে ওই দুই নারীর দিকে এগিয়ে যাচ্ছেন ততক্ষণে ঘটনাস্থলে পৌঁছে গেছেন অপর এক ব্যক্তি। এরপর কিছুক্ষণের মধ্যেই জেট স্কি নিয়ে পৌঁছান অপর এক ব্যক্তি। পরে সেই ব্যক্তিই ছোট নৌকাটিকে তীরে ঠেলে এগিয়ে দেন।

পরবর্তীতে এনিয়ে প্রেসিডেন্ট জানান, তীব্র স্রোত থাকায় ওই দুই নারী ছিটকে পড়েন, সেইসঙ্গে স্রোতের তীব্রতার কারণে তারা সাঁতারও কাটতে পারছিল না। সূত্র- বিবিসি, এবিসি

মুবার্তা/এস/ই/আ

ফেসবুকে লাইক দিন