আজঃ বুধবার ● ২৭শে ভাদ্র ১৪৩১ ● ১১ই সেপ্টেম্বর ২০২৪ ● ৭ই রবিউল-আউয়াল ১৪৪৬ ● সন্ধ্যা ৬:০৩
শিরোনাম

By মুক্তি বার্তা

১৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড পেলো মা-বাবার সাথে খারাপ আচরণের জন্য

ফাইল ছবি

মা-বাবাকে মারপিটের দায়ে ১৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের বড়চর গ্রামের আমির উল্লাহর ছেলে মো. ফারুক মিয়াকে এই শাস্তি প্রদান করা হয়।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত ৯ টায় নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট) শেখ মহি উদ্দিন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দণ্ডবিধির ৩৫০ ধারায় এ দণ্ড দেন।

জানা যায়, ফারুক মিয়ার বিরুদ্ধে তার মা-বাবাকে প্রায়ই শারিরীক ও মানষিক অত্যাচার ও নির্যাতন করে জোরপূর্বক টাকা ছিনিয়ে নেওয়াসহ মারপিটের অভিযোগ পাওয়া য়ায়। এরই পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে তার পিতা বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে সরেজমিনে এসে স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. ইজাজুর রহমান ও মেম্বারসহ গ্রামবাসী ও মুরব্বিদের উপস্থিতিতে অভিযোগের সত্যতা পাওয়ায় এবং অভিযুক্ত ফারুক তার দোষ স্বীকার করায় তৎক্ষণাৎ এ দণ্ড দেওয়া হয়। পরে উপস্থিত এলাকাবসীকে সতর্ক করে এমন অভিযোগ আর কারও বিরুদ্ধে পেলে প্রশাসনের এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান ইউএনও।

মুবার্তা/এস/ই/আ

ফেসবুকে লাইক দিন