By মুক্তি বার্তা
সড়ক দুর্ঘটনায় ৮ জন নিহত
ভালুকায় ও নান্দাইলে সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন।
শনিবার (২২ আগস্ট) সকালে এসব দুর্ঘটনা ঘটে।
ভালুকা: ময়মনসিংহের ভালুকায় বাসচাপায় প্রাইভেটকারের ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কয়েকজন।
আজ সকাল ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভালুকা ডিগ্রি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনুদ্দীন এ তথ্য নিশ্চিত করেছেন।
ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আল নোমান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা প্রাইভেটকারটি ভালুকা ডিগ্রি কলেজের সামনে ইউটার্ন নেওয়ার সময় ময়মনসিংহ থেকে ছেড়ে আসা ইমাম পরিবহনের একটি বাস চাপা দেয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই প্রাইভেটকার চালক ও পাঁচ যাত্রী নিহত হন। নিহতদের মধ্যে তিনজন পুরুষ, দুইজন নারী ও এক শিশু রয়েছে।
নান্দাইল: নান্দাইলে দুই ট্রাকের সংঘর্ষ দুইজন নিহত হয়েছেন।
আজ সকাল ৬টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের তসরা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার ঘাগড়া গ্রামের বাচ্চু মিয়ার ছেলে মোস্তাকিম (১৯) ও একই গ্রামের আব্দুল খালেকেরর ছেলে সাইদুল।
হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল হক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
নান্দাইল ফায়ার সার্ভিসের সাব-অফিসার আবু বকর ছিদ্দিক জানান, তসরা নামক স্থানে কাঁচবোঝাই ট্রাকে কিশোরগঞ্জের পাকুন্দিয়াগামী গরুবোঝাই ট্রাক ধাক্কা দেয়। এতে গরুবোঝাই ট্রাকের একজন ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত অবস্থায় আরেকজনকে হাসপাতালে নেওয়ার পথে মারা যান। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। আহতদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি মনজুরুল হক জানান, ট্রাকে ২৫টি গরু ছিল। এর মধ্যে ৪টি মারা গেছে। স্থানীয়রা আহত তিনটি গরু জবাই করেছেন। কাঁচবোঝাই ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন।
মুবার্তা/এস/ই