By মুক্তি বার্তা
লিউ মার্শাল আর্ট প্রশিক্ষক শেখ ওয়ালিউর রহমান আন্তর্জাতিক সনদ থার্ড ডান ডিগ্রী লাভ করেছেন
চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ যশোরের চৌগাছার কৃতি সন্তান ব্লাকবেল্ট হোল্ডার মার্শাল আর্ট প্রশিক্ষক শেখ ওয়ালিউর রহমান কোরিয়ান মার্শাল আর্ট অলিম্পিক গেমস তায়কোয়ানডোতে আন্তর্জাতিক সনদ থার্ড ডান ডিগ্রী লাভ করেছেন। ওয়ার্ল্ড তায়কোয়ানডো জেনারেল ফেডারেশন মোডোকোয়ান কোরিয়ার হেডকোয়ার্টারের প্রেসিডেন্ট মি. চৌং কো ওয়োং ও জেনারেল সেক্রেটারী মি. কোন দায়ে সিওইয়ং স্বাক্ষরিত এ সনদ পত্র গতকাল এ প্রশিক্ষের হস্তগত হয়।
চৌগাছা পৌর সদরের ২ নং ওয়ার্ডের পাঁচনামনা গ্রামের মৃত আব্দুস সোবহানের ছেলে শেখ ওয়ালিউর রহমান (৪৫) মার্শাল আর্টে অত্যন্ত দক্ষ ও মেধাবী। বর্তমানে তিনি আর.সি.এম.টি.ইউ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। ইংরেজি সাহিত্য, এম.বি এ (মার্কেটিং) ও এডুকেশনে তিনি স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেছেন। ছোট বেলা থেকেই তিনি মার্শাল আর্টের প্রতি অনুরক্ত ছিলেন। কর্মজীবনে এসেও তিনি সময় পেলেই ছুটে যান দেশ ও বিদেশের বিভিন্ন প্রান্তে। বিচারক হিসাবে অংশগ্রহণ করেছেন বিভিন্ন জাতীয় ও আন্তজার্তিক মার্শাল আর্ট প্রতিযোগিতায়। বয়ে এনেছেন সুনাম ও সূখ্যাতি।
তিনি ২০১৬ সালে ওয়ার্ল্ড ইউনিয়ন অব মিক্সড মার্শাল আর্টের হেড কোয়ার্টার হতে আন্তজার্তিক গ্রান্ড মাষ্টার উপাধিতে ভূষিত হন এবং উক্ত প্রতিষ্ঠান হতে ভিয়েতনামিজ মার্শাল আর্টের উপর ব্লাকবেল্ট ৬ষ্ঠ ডান লাভ করেন। তিনি জানান, ১৯৮৫ সাল থেকে তিনি মার্শাল আর্ট প্রশিক্ষণ গ্রহণ শুরু করেন। ১৯৯০ সালে তিনি থান্ডার হিট কুংফু একাডেমির প্রশিক্ষক ওস্তাদ সিরাজপান্নার অধীনে হোনজোকান ও ড্রাংকেন কুংফুতে ব্লাকবেল্ট ডিগ্রী অর্জন করেন। ১৯৯৩ সালে তিনি ৬ষ্ঠ সাউথ এশিয়ান ফেডারেশন গেমসে ব্রড ষ্টিক ডেমোনেস্ট্রেশনে অংশ গ্রহণ করে আন্তজার্তিক সনদ লাভ করেন। ৯৩ সালের শেষের দিকে চিত্রনায়ক ওস্তাদ মাসুম পারভেজ রুবেল চৌগাছায় তার ঐতিহ্যবাহী সংগঠন ইয়াং ড্রাগন মার্শাল আর্ট সেন্টার দি ফাইট স্কুলের শাখা পরিদর্শন ও প্রশিক্ষক ওয়ালিউরকে আঞ্চলিক প্রধান প্রশিককের দায়িত্ব প্রদান করেন।
১৯৯৬ সালে তিনি বাংলাদেশ জুডো ও কারাতে ফেডারেশন কর্তৃক আয়োজিত ৩য় ফেডারেশন কাপ কারাতে প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব ও ১৯৯৭ সালে বাংলাদেশ মার্শাল আর্টস কন-ফেডারেশন কর্তৃক আয়োজিত জাতীয় ক্রীড়া পরিষদ ভবনে অনূষ্ঠিত শেখ কামাল স্মৃতি উশু মার্শাল আর্ট প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি ভারতের দিল্লীতে অনুষ্ঠিত জাপান কারাতে দো হাকুকায় অর্গানাইজেশন কর্তৃক আয়োজিত সেভেন্থ সাউথ এশিয়ান হাকুকায় কারাতে চ্যাম্পিয়নশীপ-২০১৭ তে বিচারকের দায়িত্বপালনে আমন্ত্রন পান। কারাতে ও উশুর পাশাপাশি তায়কোয়ানডো চর্চার জন্য ২০১৭ সালে তিনি বাংলাদেশ মোডোকোয়ান এসোসিয়েন তায়কোয়নডোর প্রধান প্রশিক্ষক ও জেনারেল সেক্রেটারী মাষ্টার আরিফ হোসেনের তত্বাবধানে তায়কোয়ানডো প্রশিক্ষণ শুরু করেন।
বর্তমানে তিনি যশোরে তায়কোয়ানডোর প্রচার, প্রসার ও সম্প্রসারনণর লক্ষ্যে নিজেকে নিয়োজিত করতে চান। প্রশিক্ষক ওয়ালিউর রহমান অনুভূতি ব্যক্ত করে বলেন, তাইকোয়ানডো হচ্ছে কারাতে ও উশুর উন্নত সংষ্করণ। ইহা আধুনিক এবং বিজ্ঞানসম্মত। এ খেলা দেহ ও মনকে সুস্থ ও সুন্দর রাখে এবং মানসিক বিকাশ গঠনে সহায়ক ভূমিকা পালন করে। মেয়ে শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী ও শারিরীক সক্ষমতা বৃদ্ধি ঘটায়। তিনি বলেন, এ খেলাকে স্কুল ও কলেজ পর্যায়ে শিক্ষার্থীদের বাধ্যতামূলক করা প্রয়োজন। বিশেষ করে মেয়ে শিক্ষার্থীদের আত্মরক্ষার কৌশল হিসাবে তায়কোয়ানডোর কোন বিকল্প নেই। উর্ধতন কর্তপক্ষের সহযোগিতা পেলে তিনি যশোরসহ প্রতিটি উপজেলার স্কুল এবং কলেজের ছাত্র-ছাত্রীদের প্রশিক্ষণ প্রদানকরে আত্মরক্ষার কৌশল শিক্ষার পাশাপাশি জাতীয় এবং আন্তর্জাতিকমানের ভালো খেলোয়াড় তৌরির মাধ্যমে যশোর জেলা তথা দেশের জন্য সুনাম ও সুখ্যাতি বয়ে আনার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। ওস্তাদ রুবেলের আদর্শে তিনি অনুপ্রাণিত। তিনি বলেন, আজকের এই সাফল্য তিনি তার ওস্তাদকে উৎসর্গ করলেন।
এদিকে, তার এই কৃতিত্বের জন্য শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন যশোর জেলা ক্রীড়া সংস্থা। তারা বলেন, শেখ ওয়ালিউর রহমান দেশের গর্ব। তিনি কঠোর পরিশ্রমের মাধ্যমে মার্শাল আর্টকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন তা প্রশংসার দাবি রাখে। ভবিষ্যতে তিনি আন্তর্জাতিক অঙ্গনে আরও সুনামের সাথে কাজ করবেন এমনটাই প্রত্যাশা করেন নেতৃবৃন্দ।
মুবার্তা/এস/ই