আজঃ রবিবার ● ১৯শে কার্তিক ১৪৩১ ● ৩ নভেম্বর ২০২৪ ● ২৯শে রবিউস-সানি ১৪৪৬ ● রাত ১২:০০
শিরোনাম

By মুক্তি বার্তা

চৌগাছায় বিএনপি নেতা মিন্টুর ইন্তেকাল

ফাইল ছবি

যশোরের চৌগাছায় বিএনপি নেতা শহিদুল ইসলাম মিন্টু (৪৫) স্টোক জনিত কারনে মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুম মিন্টু উপজেলার ধূলিয়ানী ইউনিয়নের ফতেপুর গ্রামের মৃত মুন্তাজ আলীর ছেলে। মৃত্যুকালে তিনি দুই শিশুকন্যা, স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের পারিবারিক সূত্রে জানা যায়, মরহুম মিন্টু গতকাল শনিবার (২২ আগষ্ট) বিকালে স্টোক জনিত কারনে অসুস্থ হয়ে পড়েন। ঐ সময় তাকে খুব দ্রুত চৌগাছা হাসপাতালে নিলে সেখান থেকে রেফার করে যশোর সদর হাসপাতালে। যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১ টার দিকে মারা যান।
আজ রবিবার (২৩ আগষ্ট) জহরবাদ ফতেপুর ঈদগাহ ময়দানে মরহুমের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এ সময় মরহুমের জানাযায় উপস্থিত ছিলেন চৌগাছা উপজেলা বিএনপির আহবায়ক জহুরুল ইসলাম, যুগ্ম আহবায়ক এম ছালাম, যুগ্ম আহবায়ক ইউনুচ আলী, ধূলিয়ানী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক মৌরি, সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য আব্দুল আলীমসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতৃবৃন্দ, ডিভাইন গ্রুপের সিকিউরিটি কমান্ডারসহ সিকিউরিটি গার্ডে চাকুরীরত ব্যক্তিবর্গ, উপজেলা, ইউনিয়ন ও নিজ গ্রামের অন্যান্য রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন পর্যায়ের গণ্যমান্যসহ সাধারণ ব্যক্তিবর্গ।
মরহুমের জানাজার নামাজ পরিচালনা করেন বারইহাটি-বলিদাপাড়া দারুল উলুম কওমি মাদরাসার মুহতামিম মাওলানা আসাদুজ্জামান।
মুবার্তা/এস/ই

ফেসবুকে লাইক দিন