আজঃ রবিবার ● ২৯শে আষাঢ় ১৪৩২ ● ১৩ই জুলাই ২০২৫ ● ১৬ই মুহাররম ১৪৪৭ ● রাত ৩:৩৫
শিরোনাম

By মুক্তি বার্তা

ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই শিশুর মৃত্যু

কুড়িগ্রামের উলিপুরে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে সামিয়া আক্তার নামে এক বছরের একটি শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার সন্ধ্যায় উপজেলার তবকপুর ইউনিয়নের সাদুল্যা সরকারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এঘটনায় চালক আশরাফুল ইসলাম পালিয়ে গেলেও ট্রাক্টরটি জব্দ করেছে স্থানীয়রা।

জানা গেছে, ওই গ্রামের সাজু মিয়ার স্ত্রী বিথী বেগম ঘটনার কিছুক্ষণ আগে তার শিশু কন্যা সামিয়াকে কোলে নিয়ে বাড়ির সামনে রাস্তায় বের হয়। এসময় দ্রুত গতিতে ইট বোঝাই ট্রাক্টরটি পাশ দিয়ে যাওয়ার সময় ট্রাক্টরের পেছনের অংশে ধাক্কা লাগে গৃহবধূর। এতেকোল থেকে রাস্তায় পড়ে যায় শিশু সামিয়া। রাস্তায় পড়ে গেলে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় এলাকাবাসী ট্রাক্টরটিকে ধাওয়া দিলে চালক ট্রাক্টর ফেলে পালিয়ে যায়। ট্রাক্টরটি সাদুল্ল্যা চাচিয়ার পাড় গ্রামের ইউনুস আলীর পুত্র শামীমের বলে স্থানীয়রা জানিয়েছেন।

উলিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মুবার্তা/এস/ই

ফেসবুকে লাইক দিন