By মুক্তি বার্তা
কবিতা- “মানব চিত্ত”
মানব চিত্ত
কেয়ন ইমরান
মানব চিত্ত সংবিধানের জালে বন্দী
হয় না; সে মুক্ত, নয় শৃঙ্খল বদ্ধ।
বিধি-বদ্ধতার সাথে তার সন্ধি
হয় না; তার গতি সর্বময় অবরুদ্ধ।
মানব চিত্ত চিন্ত্যনশীল এক জগৎ
সৃষ্টি করে; সেথায় ইচ্ছে মত চলে।
সবুজ ঘেরা স্বপ্নারণ্যের চির হরিৎ
সৃষ্টি করে; এটা তারই কর-বলে।
মানব আবেগের বসে পারে অসাধ্য
করতে সাধন; ভাবে সে উদার চিত্তে।
প্রশংসায় পঞ্চমুখ হলে অতিব হতে বাধ্য
করতে সাধন; এসব হয় না বিত্তে।
মানব চিত্ত কোন পাঠ্যবইয়ের সিলেবাসভূক্ত
বিষয় নয়; ইহা সর্বদায় পূর্ণ স্বাধীন।
পরাধীনতার বেড়ি-বাঁধে আটকানো বন্দীযুক্ত
বিষয় নয়; এটা তার নিজের অধীন।
মুবার্তা/এস/ই