আজঃ মঙ্গলবার ● ১৭ই বৈশাখ ১৪৩১ ● ৩০শে এপ্রিল ২০২৪ ● ১৯শে শাওয়াল ১৪৪৫ ● রাত ২:৩০
শিরোনাম

By মুক্তি বার্তা

গাছ পড়ে ৬ মাঝি-মাল্লাসহ নৌকা ডুবি

প্রতিকি ছবি

অনলাইন ডেস্কঃ ভোলার তজুমদ্দিনের মেঘনায় সোমবার দুপুরে মাছ ধরে ঘাটে ফেরার পথে বাসনভাঙ্গা চরের কিনার দিয়ে আসার সময় চরের ভাংতি এলাকার গাছ পড়ে ৬ মাঝি মাল্লা সহ নৌকা ডুবির ঘটনা ঘটে।

এসময় ৫ জেলে সাঁতার কেটে তীরে উঠলেও শফিউল্যাহ নামের এক জেলে স্রোতে নদীতে ডুবে যায়।

নৌকার মাঝি ইব্রাহীম জানান, নিখোঁজ হওয়া জেলে বোরহানউদ্দিন উপজেলার দরুনবাজারের সাচড়া গ্রামের আবদুল আলী কোতোয়ালের ছেলে। সে আমাদের সাথে ইলিশ মাছ ধরতে তজুমদ্দিনের নদীতে আসেন।

তজুমদ্দিন কোস্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার হারুনর রশিদ জানান, জেলে নিখোঁজের সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। নদীতে খোঁজাখুঁজি করেও সোমবার সন্ধ্যা পর্যন্ত ওই জেলের সন্ধান মিলেনি।

মুবার্তা/এস/ই

ফেসবুকে লাইক দিন