মুক্তি বার্তা
ক্রাশ করে যাওয়া হটস্টার সিনেমা “দিল বেচারা”
সদ্য মুক্তি পাওয়া হিন্দী সিনেমা দিল বেচারা। শুক্রবার (২৪ জুলাই) মুক্তি পেয়েছে সুশান্ত সিং রাজপুতের শেষ ছবি এই ‘দিল বেচারা’। আর শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় এই ছবিটি দেখতে বসেননি এমন সিনেমাপ্রেমী দর্শক খুব কমই রয়েছেন। আর তাতেই নাকি ক্রাশ করে যায় ‘হটস্টার’।
হটস্টার ক্রাশ করে যাওয়ায় ছবি “দিল বেচারা” দেখতে বেশকিছু দর্শককে সমস্যায় পড়তে হয়েছে। খোদ পরিচালক হনসল মেহেতাও ‘হটস্টার ক্রাশ’-এর সমস্যায় ভুক্তভোগী। যেকথা নিজেই টুইট করে জানান হনসল মেহেতা। তবে শুধু হনসল মেহেতাই নন, এই সমস্যার কথা টুইটারে জানান অনেকেই। এক ব্যক্তি লেখেন, ”আমার মনে হচ্ছে ডিজনি হটস্টার ওয়েবসাইট ক্রাশ করেছে বা অন্য কিছু সমস্যা হচ্ছে। এখন সৃষ্টিকতায় এই দুঃখ দূর করতে পারে। ছবির গানগুলিতে ওই হাসিটা দেখতেও কষ্ট লাগছে।” এভাবে আরও অনেকেই সমস্যার কথা জানিয়েছেন।