আজঃ বুধবার ● ১৩ই অগ্রহায়ণ ১৪৩১ ● ২৭শে নভেম্বর ২০২৪ ● ২৪শে জমাদিউল-আউয়াল ১৪৪৬ ● সন্ধ্যা ৬:৩৯
শিরোনাম

By মুক্তি বার্তা

চৌগাছায় প্রণোদনার মাসকলাই বীজ এবং সার বিতরণ

ফাইল ছবি

চৌগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের চৌগাছায় ১০০ জন কৃষকের মধ্যে ২০২০-২১ খরিপ মৌসুমের প্রণোদনার মাসকলাই বীজ এবং সার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে শহরের পুরাতন পৌর ভবন সংলগ্ন কৃষি প্রশিক্ষণ সেন্টারে এই বীজ ও সার বিতরণ করা হয়।
উপজেলা কৃষি অফিসার এম রইচ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার প্রকৌশলী এনামুল হক। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নারায়ণ চন্দ্র পাল, এসএপিপিও শহিদুল ইসলাম, উপ-সহকারী কৃষি অফিসার তরিকুল ইসলাম, আমিরুল ইসলাম, মুক্তার হোসেন প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার ১১ ইউনিয়নের এক শত চাষীর মধ্যে ৫ কেজি করে মাসকলাই বীজ, ১০ কেজি করে ডিএপি এবং ৫ কেজি করে এসওপি সার বীজ বিতরণ করা হয়।

মুবার্তা/এস/ই

ফেসবুকে লাইক দিন