By মুক্তি বার্তা
নবীগঞ্জে নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ
অনলাইন ডেস্কঃ হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের বান্দের বাজার সংলগ্ন বিবিয়ানা নদী থেকে অজ্ঞাত (৫৫) ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায় গতকাল বৃহস্পতিবার বিকেলে অজ্ঞাত ব্যাক্তির লাশটি উল্লেখিত স্থানে বিবিয়ানা নদীতে ভেসে এসে কচুরিপানার মধ্য আটকা পড়ে। ভাসমান লাশ দেখে স্থানীয় লোকজন পুলিশকে অবগত করেন।
খবর পেয়ে নবীগঞ্জ থানার ওসি (তদন্ত), উত্তম কুমার দাশ, ইনাতগঞ্জ ফাঁড়ির ইনচার্জ শামছউদ্দিন খাঁন, এএসআই আব্দুস সামাদ আজাদসহ একদল পুলিশ ঘটনা স্থলে উপস্থিত হয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেন।
এ ব্যাপারে নবীগঞ্জ থানার ওসি ( তদন্ত) উত্তম কুমার দাশ জানান, বিবিয়ানা নদী থেকে অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার করা হয়েছে। লাশের পরিচয় পাওয়া যায়নি। ময়না তদন্তের জন্য লাশ হবিগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে
মুবার্তা/এস/ই