আজঃ মঙ্গলবার ● ১লা মাঘ ১৪৩১ ● ১৪ই জানুয়ারি ২০২৫ ● ১২ই রজব ১৪৪৬ ● রাত ৪:৫২
শিরোনাম

By মুক্তি বার্তা

ইসলামী শিক্ষা ব্যবস্থা না থাকায় সন্ত্রাস, মাদক ও উগ্রবাদ ছড়িয়ে পড়ছে

ফাইল ছবি

কামরুজ্জামান, যশোরঃ আজ ২৮ আগস্ট ২০২০ রোজ শুক্রবার বিকাল ৪ ঘটিকায় আইএবি মিলনায়তনে ইসলামী যুব আন্দোলন যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা বেলাল হোসাইন এর সভাপতিত্বে মাদক সন্ত্রাস উগ্রবাদ বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, প্রকৌশলী শেখ মুহাম্মাদ মারুফ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার সভাপতি, আলহাজ্ব মিয়া মুহাম্মাদ আব্দুল হালিম। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার সেক্রেটারী, মাওলানা শুয়াইব হোসেন। ইসলামী শ্রমিক আন্দোলন যশোর জেলা শাখার সভাপতি, আলহাজ্ব আব্দুল মতিন বিশ্বাস।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ইসলামী শিক্ষা ব্যবস্থা না থাকায় সন্ত্রাস, মাদক ও উগ্রবাদ ছড়িয়ে পড়ছে,
দুর্নীতি এতই মারাত্মক আকার ধারণ করেছে যে, সর্বত্র দুর্নীতি ও মাদকে সয়লাব। মাদক সেবন, বিক্রয় উভয় ইসলামে হারাম। মাদকের সয়লাবের ফলে যুব সমাজ ধ্বংস প্রায়। মাদকমুক্ত, দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠন করতে হলে সকলকে ইসলামী অনুশাসনে ফিরে আসতে হবে। প্রত্যেক পিতা-মাতার উচিত সন্তানকে ইসলামী শিক্ষায় গড়ে তোলা। তিনি মাদক বিষয়ে সরকারের অভিযানকে আরো শক্তিশালী করা এবং মাদক সম্রাটদেরকে খুঁজে বের করে তাদের বিরুদ্ধে আইনানুগ কঠোর শাস্তি কার্যকর করার দাবি জানান।

প্রধান আলোচক তার বক্তব্যে বলেন, উচ্চবিত্তরা বিলাশীতার কারণে আর নিম্নবিত্তরা অভাবের কারনে মাদক ও সন্ত্রাস এর পথে পা বাড়াচ্ছে। তা ছাড়া রাজনৈতিক নেতারা যুবকদের ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহার করার ফলে যুব সমাজ ধ্বংশের দ্বারপ্রান্তে উপনীত হয়েছে। দেশ থেকে সন্ত্রাস, মাদক আর উগ্রবাদ বন্ধে সরকারের প্রতি আহবান জানান।

উক্ত আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক এইস এম মহাসিন শেখ, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মোঃ কামরুজ্জামান, ইসলামী যুব আন্দোলন যশোর জেলা শাখার দপ্তর সম্পাদক খাইরুল বাশার, অর্থ সম্পাদক মোঃ আজগর আলী, প্রচার সম্পাদক মুহাম্মাদ হাবিবুল্লাহ, প্রকাশনা সম্পাদক হাসান তারিক, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন যশোর জেলা শাখার সভাপতি মোঃ আমিনুল ইসলাম,প্রমুখ।

মুবার্তা/এস/ই

ফেসবুকে লাইক দিন