By মুক্তি বার্তা
মারা গেলেন খ্যাতিমান সাংবাদিক ও সাহিত্যিক রাহাত খান
অনলাইন ডেস্কঃ মারা গেলেন খ্যাতিমান সাংবাদিক ও সাহিত্যিক রাহাত খান। শুক্রবার (২৮ আগস্ট) রাত সাড়ে ৮টায় রাজধানীর ইস্কাটন গার্ডেনের বাসায় মার যান তিনি। রাতে তাঁর মরদেহ বারডেম হাসাপাতালের হিমাগারে রাখা হবে।
শনিবার (২৮ আগস্ট) বুদ্ধিজীবী কবরস্থানে তাঁকে দাফন করা হবে। তবে সময় এখনো ঠিক হয়নি। দাফনের আগে প্রেসক্লাব, বাংলা একাডেমি ও শহীদ মিনারে নেওয়া হতে পারে বলে জানা গেছে। তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দেশের জনপ্রিয় এ কথাশিল্পী ও সাংবাদিক দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, কিডনির অসুখসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। সম্প্রতি পাঁজরের হাড় ভেঙ্গে গিয়ে একেবারে শয্যাশায়ী ছিলেন রাহাত খান। বারডেম হাসপাতালের চিকিৎসকরা ক’দিন আগে জানিয়েছিলেন, রাহাত খানের হার্ট আর কোনভাবেই রিকভার করা সম্ভব নয়।
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার জাওয়ার গ্রামের কৃতী সন্তান রাহাত খানের জন্ম ১৯৪০ সালের ১৯ ডিসেম্বর। একুশে পদক, বাংলা একাডেমি পদকজয়ী এই কথাসাহিত্যিক এবং ‘দৈনিক ইত্তেফাক’ এর সাবেক সম্পাদক ছিলেন।
মুবার্তা/এস/ই