আজঃ শনিবার ● ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১ ● ১৮ই মে ২০২৪ ● ৮ই জিলক্বদ ১৪৪৫ ● ভোর ৫:৩১
শিরোনাম

By মুক্তি বার্তা

বিশ্বের অন্য দেশ ভ্যাকসিন পেলে আমাদের দেশও সেই প্রথম সারির মধ্যে থাকবে- স্বাস্থ্যমন্ত্রী

ফাইল ছবি

অনলাইন ডেস্কঃ বিশ্বের অন্য দেশ ভ্যাকসিন পেলে আমাদের দেশও সেই প্রথম সারির মধ্যে থাকবে, এমনটিই বললেন স্বাস্থ্যমন্ত্রী।

শনিবার (২৯ আগস্ট) দুপুরে সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের কর্ণেল মালেক সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শিশু খাদ্য ও ত্রাণ বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। এসময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিভিন্ন দেশে এখন ভ্যাকসিন তৈরি হচ্ছে, আগামী কয়েক মাসের মধ্যে হয়তো আমরা সেই ভ্যাকসিন পাবো। দুইদিন আগে আমরা চীনের ভ্যাকসিনকে পরীক্ষামূলকভাবে ব্যবহারের অনুমোদন দিয়েছি।

এডভান্সমেন্ট অব রুরাল এডুকেশন ইনফ্রাস্ট্রাকচার সোসাল সিকিউরিটি এন্ড হেলথ (অরিষ) নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন এই শিশু খাদ্য ও ত্রাণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। অরিষের চেয়ারম্যান আফসার উদ্দিন সরকারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে জেলা প্রশাসক এসএম ফেরদৌস, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, সদর উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা: লুৎফর রহমান, অরিষের ব্যবস্থাপনা পরিচালক পারভেজ মোহাম্মদ ঝিনুক বক্তব্য রাখেন।

জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা ইরাদ কোরাইশী ইমনের সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ভাস্কর সাহা, পৌর আওয়ামী লীগের সভাপতি মোনায়েম খান প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে দুই শতাধিক পরিবারের মাঝে শিশু খাদ্য হিসেবে আটা, দুধ, সুজি, বিস্কুট, স্যালাইন, চিনি ও খাদ্য সামগ্রী হিসেবে ১০ কেজি চাল, আটা, এক কেজি ডাল বিতরণ করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এর আগে তিনি ওই এলাকায় শাবানা মালেক মডেল কমিউনিটি ক্লিনিকের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

মুবার্তা/এস/ই

ফেসবুকে লাইক দিন