আজঃ রবিবার ● ২৪শে অগ্রহায়ণ ১৪৩১ ● ৮ই ডিসেম্বর ২০২৪ ● ৪ঠা জমাদিউস-সানি ১৪৪৬ ● রাত ১২:২৮
শিরোনাম

By মুক্তি বার্তা

যশোরে দুর্নীতির মামলায় এক চিকিৎসক ও এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আদালতে চার্জশিট

প্রতিকি ছবি

অনলাইন ডেস্কঃ যশোরে দুর্নীতির মামলায় এক চিকিৎসক ও এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দিয়েছে দুদক।

আসামিরা হলেন,  যশোর ২৫০ শয্যা জেনারেল হাসাপতালের তৎকালিন ইমাজেন্সি মেডিকেল অফিসার বর্তমানের সোহরয়িার্দ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু সার্জারি বিভাগের সহকারি রেজিস্টার ডাক্তার আব্দুল্লাহ আল মামুন ও কেশবপুর থানার তৎকালিন এসআই ও বর্তমানে বাগেরহাট সদর থানায় কর্মরত হিরম্বয় সরকার। দুর্নীতি দমন কমিশনের সহকারি পরিচালক মাহফুজ ইকবাল তদন্ত শেষে ঘটনার সত্যাতা পেয়ে ওই দুইজনকে অভিযুক্ত করে জেলা জজ আদালতে এ চার্জশিট জমাদেন।
বিষয়টি  নিশ্চিত করেছেন দুদকের পিপি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম।

মামলার অভিযোগে জানা গেছে, ২০১৫ সালে কেশবপুরের শ্রীফলা গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় ছেরমত আলী গুরুতর আহত হন। এ ব্যাপারে তার ভাই কেশবপুর থানায় একটি মামলা করেন। যার নম্বর ১২ তারিখ ২৩/৩/২০১৫। এ মামলার তদন্তকালে এসআই হিরম্বয় সরকার ও যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের ইমার্জেন্সি চিকিৎসক আব্দুল্লাহ আল মামুন যোগসাজসে মিথ্যা জখমী সনদ তৈরী করে এবং এ জখমী সদনের উপর আদালতে দুর্বল চার্জশিট জমা দেন।

বিষয়টি আহত ছেরমত আলীর নজরে আসলে ২০১৮ সালের ২১ মে জেলা ও দায়রা জজ আদলতে ওই দুইজনকে আসামি করে দুর্নীতির অভিযোগে এনে মামলা করেন। আদালতে আদেশে দুর্নীতি দমন কমিশনের সহকারি পরিচালক মাহফুজ ইকবাল তদন্ত শেষে ঘটনার সত্যাতা পেয়ে ওই দুইজনকে অভিযুক্ত করে সিনিয়র স্পেশাল জজ আদালতে জমা দেন।

মুবার্তা/এস/ই

ফেসবুকে লাইক দিন