আজঃ সোমবার ● ৩০শে পৌষ ১৪৩১ ● ১৩ই জানুয়ারি ২০২৫ ● ১১ই রজব ১৪৪৬ ● রাত ১২:৪৮
শিরোনাম

By মুক্তি বার্তা

এইচএসসি পরীক্ষার সম্ভাব্য সময় এসে গেলো

প্রতিকি ছবি

অনলাইন ডেস্কঃ স্বাস্থ্যবিধি মেনে এইচএসসি ও সমমান পরীক্ষা নেয়া যেতে পারে বলে সুপারিশ করেছে করোনা মোকাবিলায় গঠিত জাতীয় টেকনিক্যাল পরামর্শক কমিটি।

শিক্ষা মন্ত্রণালয়ের কাছে শিক্ষাপ্রতিষ্ঠান না খুললেও পরিস্থিতি সাপেক্ষে নভেম্বরে এইচএসসি পরীক্ষা নেয়ার এ সুপারিশ করা হয়। একটি বেসরকারি টেলিভিশনকে টেলিফোনে এ তথ্য নিশ্চিত করেছেন কমিটির সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ শহীদুল্লাহ।

তিনি বলেন, পরীক্ষা যে নভেম্বরে হবেই এমন বলা হচ্ছে না। যদি নভেম্বরে স্বাস্থ্যবিধির যে চ্যালেঞ্জগুলো আছে, সেগুলো নিশ্চিত করা যায়, তাহলে শিক্ষা মন্ত্রণালয় যে তারিখটা দেবে সেটা নভেম্বরে হতে পারে।

তিনি আরো বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কথা এখন চিন্তাই করা যাবে না, যতদিন পর্যন্ত না পরিস্থিতির উন্নতি না হয়।

মুবার্তা/এস/ই

ফেসবুকে লাইক দিন