আজঃ বৃহস্পতিবার ● ২৮শে অগ্রহায়ণ ১৪৩১ ● ১২ই ডিসেম্বর ২০২৪ ● ৯ই জমাদিউস-সানি ১৪৪৬ ● রাত ১১:২৫
শিরোনাম

By মুক্তি বার্তা

কবিতা- ” বাংলা আমার”

ফাইল ছবি

বাংলা আমার
         কেয়ন ইমরান
সব ক্লান্তি ঝেড়ে ফেলে আজ
গ্রাম্য জননীর কোলে,
গগন পানে ঈক্ষণ করে লাজ
দিলাম ছুটির পালে।
উদার হতে চায় গগনের ন্যায়।
বাহু দুখানি মেলে
বিহঙ্গের ন্যায় উড়ে যেতে চায়,
ঐ ঊর্ধ্বের নীলে।
হে আমার পল্লী জননীর কোল
ছাড়ব কেমনে তব?
তাই তো এসেছি খেতে দোল-
জনমের ঘুম দেব।
তুমি যে মা- জন্ম-জন্মান্তরে
নিরাপদ আশ্রম আমার।
যেথা থাকি- থাকো এই অন্তরে,
তুমি বাংলা আমার।
তব ধূলিতে লুটায়ে পড়ি আমি,
তৃপ্ত করি মন।
সকল যাতনা ভুলে যায় আমি,
অমৃতে করি অবগাহন।
সবুজ-শ্যামল তোমার বাংলার ভূমি
আমার মন জুড়ায়।
ওগো, সদা তোমার চরণ চুমি
ষষ্ঠ রুপের অপরুপায়।
তুমি আমার চির পল্লী মা,
সাজিয়েছো বন-বনানীতে।
শত্রুকে যে করিনি মোরা ক্ষমা,
একাত্তরের ভয়াবহ দিনগুলোতে।
বিশ্বের কাছে জানায়, আমি বাঙালি!
বাংলা আমার গর্ব!
মায়ের তরে জীবন দেয় বলী,
আমি নই খর্ব।
আমি চির বাঙালি, মনে-প্রাণে
এটাই গর্ব আমার।
মন জুড়ায় পল্লী বাতাসের ঘ্রাণে,
এ বাংলা আমার!
মুবার্তা/এস/ই

ফেসবুকে লাইক দিন