By মুক্তি বার্তা
একই পরিবারের তিন সদস্যের ইসলাম গ্রহণ
অনলাইন ডেস্কঃ সুনামগঞ্জের জগন্নাথপুরে এক পরিবারের নারীসহ ৩ সদস্য সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। এর আগে তাদের পরিবারের আরেক সদস্য সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন। এ নিয়ে ৪ সদস্য ইসলাম ধর্ম গ্রহণ করলেন।
এর আগে প্রায় ২ বছর আগে জগন্নাথপুর পৌর এলাকার ইকড়ছই (নতুনপাড়া) গ্রামের ব্যবসায়ী কবিন্দ্র করের ছেলে নামকরা ফুটবলার সুদীপ কর সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন। তখন নাম রাখা হয় সুলেমান মিয়া। এ নিয়ে তাদের পরিবারে রীতিমতো টানাপোড়েন সৃষ্টি হয়। এক পর্যায়ে পরিবারের অন্য সদস্যরাও ইসলাম ধর্ম গ্রহণ করেন। ২৯ আগস্ট ফুলতলি সাহেব বাড়িতে গিয়ে সাহেবজাদা মাওলানা নজমুদ্দিন চৌধুরীর হাত ধরে তাঁরা সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন।
ব্যবসায়ী কবিন্ড করের বর্তমান নাম রাখা হয় ইব্রাহিম আলী। তার স্ত্রী অনিতা রাণী দাসের বর্তমান নাম রাখা হয় রহিমা বেগম ও আরেক ছেলে রতন দাসের বর্তমান নাম রাখা হয় ইসমাইল হোসেন।
এদিকে ৩০ আগস্ট নও মুসলিম হওয়া ব্যবসায়ী ইব্রাহিম আলীর উদ্যোগে তার দোকানে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে ধর্মপ্রাণ মুসলিম জনতা অংশ গ্রহণ করেন।
মুবার্তা/এস/ই