By মুক্তি বার্তা/আব্দুল আলীম
শিক্ষা ক্ষেত্রে ভূমিকা রেখে গেছেন মহীতোষ রায় চৌধুরী
সাজেদ রহমানঃ ঝিকরগাছার গঙ্গানন্দপুর মাধ্যমিক বিদ্যালয়, যশোর এম এম কলেজ প্রতিষ্ঠায় ভুমিকা রেখেছেন মহীতোষ রায় চৌধুরী। তাঁর বাড়ি ঝিকরগাছার গঙ্গানন্দপুর গ্রামে। গঙ্গানন্দপুর মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠাতায় তিনি জমি দিয়েছেন। ১৯৭২ সালে পরলোকগমন করলেও তাঁর পরিবারের সাথে এলাকার মানুষের যোগাযোগ ছিল। তাঁরপুত্র সমীর রায় চৌধূরী প্রায়ই গঙ্গানন্দপুর আসতেন। কলকাতার টালীগঞ্জে বসবাসকারী ওই পরিবারের বাংলাদেশে যা জমি ছিল সবই দান করে গেছেন সমাজসেবায়।
মহীতোষ রায় চৌধুরী কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এম এ পাশ করে কলকাতার বঙ্গবাসী কলেজে অধ্যাপনা শুরু করেন। পরে ওই কলেজের দর্শন বিভাগের প্রধান হন। তিনি সাংবাদিকতাও করতেন। অমৃতবাজার পত্রিকার যুগ্ন-সম্পাদক ও হিন্দু স্ট্যান্ডর্ড পত্রিকার সহ-সম্পাদক হিসাবেও কাজ করেন কয়েক বছর। তিনি ‘অল বেঙ্গল প্রাইমারি টিচার্স এ্যাসোসিয়েশন’-এর এবং ‘শিক্ষক’ পত্রিকার প্রতিষ্ঠাতা ও সম্পাদক ১৯৫২ থেকে থেকে ১৯৬৬ সাল পর্যন্ত পশ্চিমবঙ্গ বিধান পরিষদের সদস্য এবং কিছুকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিনেটের সভ্য ছিলেন। গান্ধীজীর মতাদর্শে বিশ্বাসী হরিজনদের উন্নতিসাধনে তিনি কাজ করেছেন। যশোরে একটি ভালো মানের কলেজ প্রতিষ্ঠায় ১৯৪০ সালে একটি কমিটি গঠন করা হয়। ১৯৪১ সালের জুলাই মাস থেকে উচ্চ মাধ্যমিক কলা শ্রেণীর কার্যক্রম শুরু করার ব্যবস্থা গ্রহণ করা হয়। এই উদ্দেশ্যে শ্রীযুক্ত ক্ষিতিনাথ ঘোষ এবং মহিতোষ রায় চৌধুরীকে যথাক্রমে সম্পাদক ও যুগ্ন সম্পাদক করে ড. জীবন রতন ধর এম, বি,-কে কোষাধ্যক্ষ করে এবং শ্রীযুক্ত প্রফুল্ল কুমার রায় চৌধুরী (এম, এ, বি-এল) কে সহকারী সম্পাদক করে চৌত্রিশ (৩৪) সদস্য বিশিষ্ট সর্বময় ক্ষমতা সম্পন্ন একটি কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
এই পরিকল্পনাকে লোকপ্রিয় করার জন্য ১৫০ সদস্য বিশিষ্ট আরও একটি সাধারণ কমিটি গঠন করা হয়। মহিতোষ রায় চৌধুরী যেহেতু কলকাতায় থাকতেন, যশোর অঞ্চলের অনেক মানুষ কলকাতায় ব্যবসা-বাণিজ্য করতেন, চাকরি করতেন সেজন্য অর্থ সংগ্রহ, সরকারী সাহায্য ও বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি লাভের জন্য উক্ত পরিকল্পের প্রতি ফলদায়ক প্রয়োজনীয় অন্যান্য সকল বিষয়াদি সম্পাদনের জন্য কলকাতায় একটি উপ-কমিটি গঠনের জন্য ওই কমিটি মহিতোষ রায় চৌধুরীকে ক্ষমতা প্রদান করেন। অথচ সর্বক্ষেত্রে তিনি অবহেলিত। ছবি: ঝিকরগাছার গঙ্গানন্দপুর মাধ্যমিক বিদ্যালয়।
মুবার্তা/এস/ই