আজঃ বুধবার ● ২৭শে ভাদ্র ১৪৩১ ● ১১ই সেপ্টেম্বর ২০২৪ ● ৭ই রবিউল-আউয়াল ১৪৪৬ ● সকাল ৬:১২
শিরোনাম

By মুক্তি বার্তা

অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে বোয়ালখালী থানা পুলিশ

প্রতিকি ছবি

নিউজ ডেস্কঃ বোয়ালখালীতে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

সোমবার (৩১ আগস্ট) রাত ৯ টার দিকে কর্ণফুলী নদীর তীরবর্তী চরখিজিরপুর এলাকার খালের মোহনা থেকে লাশটি উদ্ধার হয় বলে জানায় পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, খালের মোহনায় লাশটি ভাসতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। খবর পেয়ে বোয়ালখালী থানা পুলিশের একটি দল রাত ৯ টার দিকে লাশটি উদ্ধার করে মর্গে প্রেরণ করে। পুলিশ জানায় লাশটি পঁচে গলে বিকৃত হয়ে গেছে। আনুমানিক ৩৫-৪০ বছর বয়সী মৃতদেহটি পুরুষের।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আবদুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন স্থানীয়দের কাছে খবর পেয়ে লাশটি উদ্ধার করেছে পুলিশ। ধারণা করছি জোয়ারের পানিতে অন্য কোথাও থেকে লাশটি ভেসে এসেছে।

মুবার্তা/এস/ই

ফেসবুকে লাইক দিন