আজঃ বৃহস্পতিবার ● ২৮শে অগ্রহায়ণ ১৪৩১ ● ১২ই ডিসেম্বর ২০২৪ ● ৯ই জমাদিউস-সানি ১৪৪৬ ● রাত ১১:৫৮
শিরোনাম

মুক্তি বার্তা

মৃত গরু জবাইয়ের অপরাধে কারাদণ্ড

নিউজ ডেস্কঃ ঢাকার সাভারে মৃত গরু জবাই করে বিক্রি করার সময় চার জনকে আটক করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহফুজ বলেন, গতকাল রাতে মানিকগঞ্জের পাটুরিয়ার এক গরু ব্যবসায়ী বেশ কয়েকটি গরু বিক্রি করার জন্য সাভারে নিয়ে আসেন। পরে পিকআপ ভ্যানে অজ্ঞাত রোগে একটা গরু মারা গেলে পিকআপ ভ্যানের চালক আজ ভোর রাতে মৃত গরুটি আমিনবাজার নিয়ে স্থানীয় কসাই ফজলুক হকের সাহায্যে জবাই করে মাংস বিক্রি করার জন্য উদ্যোগ নেন। রোববার (২৬ জুলাই) দুপুরে এ ঘটনায় কারাদণ্ড প্রদান করেন সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিজেই। এলাকাবাসীর ধরে আনা অপরাধীদের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহফুজ আদালতে শুনানি শেষে পিকআপ ভ্যানের চালক রুবেল হোসেনকে (৩৫) পনের দিন, কসাই ফজলুক হককে (৪৫) তিন দিন ও তাদের সহকারী আসলাম (৩৫) পনের দিন ও আবু তাহেরকে (৩৫) তিন দিনের কারাদণ্ড প্রদান করেন।

ফেসবুকে লাইক দিন