আজঃ রবিবার ● ২২শে বৈশাখ ১৪৩১ ● ৫ই মে ২০২৪ ● ২৫শে শাওয়াল ১৪৪৫ ● দুপুর ১:৩৬
শিরোনাম

By মুক্তি বার্তা

উজিরপুরে হাতুড়ে ডাক্তার করছে অপারেশন ও টেস্ট, প্রতারণার শিকার নিরিহ গ্রামবাসী

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ উজিরপুর উপজেলার শিকারপুর বন্দরে সঞ্জয় কুমার রায় নামের এক গ্রাম্য চিকিৎসক অপারেশন ও টেষ্ট বানিজ্যে প্রতারণার স্বীকার হচ্ছে চিকিৎসা সেবা নিতে আসা গ্রামের সহজ সরল বাসিন্দারা।

সরেজমিন দেখা গেছে, উজিরপুর উপজেলার শিকারপুর বন্দরে গ্রাম্য চিকিৎসক সঞ্জয় কুমার রায় নিজের নামের পাশে স্পর্শকাতর বিভিন্ন রোগের অভিজ্ঞতার সাইনবোর্ড লাগিয়ে গ্রামের সাধারণ মানুষকে চিকিৎসা দেয়ার নামে প্রতারণার মাধ্যমে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে।

আজ বুধবার দুপুরে গ্রাম্য চিকিৎসক সঞ্জয়ের কাছে চিকিৎসা নিতে আসা তানজিলা বেগম (৩০) জানান, গত এক মাস পূর্বে সঞ্জয় তার কন্যার নাকে পলিপাস অপারেশন করেছে সঞ্জয় রায়। তাতে প্রায় তিন হাজার টাকা খরচ হয়েছে। এখন তিনি নিজেই ঘার ব্যাথা নিয়ে এসেছেন। তাকে ইসিজি ও রক্ত পরিক্ষা দেয়া হয়েছে। এ টেষ্ট দুটি সঞ্জয়ের ডায়াগনেষ্টিক সেন্টারে করানো হয়েছে এবং তিনিই রিপোর্ট দেখেছেন। এ জন্য তাকে ৯৫০ টাকা দিতে হয়েছে।

শিকারপুর বন্দরের একাধিক ব্যবসায়ীরা জানান, সঞ্জয় রায় একজন গ্রাম্য চিকিৎসক হয়ে স্পর্শকাতর রোগের চিকিৎসা দিচ্ছে। পূর্বে উপজেলা প্রশাসনকে জানানো হলেও রহস্যজনক কারনে কেউ ব্যবস্থা নিচ্ছে না।
উজিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ শওকত আলী জানান, গ্রাম্য চিকিৎসকের অপারেশন কিংবা টেষ্ট দেওয়ার সুযোগ নেই। এবিষয়ে যদি কেউ লিখিত অভিযোগ করেন তাহলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মুবার্তা/এস/ই

ফেসবুকে লাইক দিন