আজঃ শুক্রবার ● ৬ই বৈশাখ ১৪৩১ ● ১৯শে এপ্রিল ২০২৪ ● ৯ই শাওয়াল ১৪৪৫ ● দুপুর ১২:৩০
শিরোনাম

By মুক্তি বার্তা

কবিতা- “প্রকাশ্যেই মূল্যায়ন”

প্রকাশ্যেই মূল্যায়ন
                কেয়ন ইমরান
সম্মুখে না আসলে
প্রতিটি বস্তু শ্রেষ্ঠত্ব হারায়।
সূর্য উদয়ে দিন,
বিলয় হলে রাত হয়।
রাতের আঁধারে শিউলী
মিষ্টি সুগন্ধে মেলে পাঁপড়ি।
শিশিরে ঝরে পড়ে,
জীবন কাহিনীতে বসে দাঁড়ি।
কত প্রতিভা বিলীন
হয়ে যায় সময়ের বন্দরে।
বন্য সৌন্দর্য অমলিন
থেকে যায় মানুষের অগোচরে।
দরিদ্রের কাহিনী স্মৃতি
হয়ে রয় ডায়েরীর পাতাতে।
মহৎ লোকের কাহিনী
স্থান পায় ইতিহাসের নথিতে।
কারো নিরব অশ্রুতে
ঝরে যায় অজানা বেদনা।
কারো বাঁধ ভাঙ্গা
হাসি ঝরায় অশ্রুর দানা।
দুপাতার লেখক হয়ে
কেউ চিহ্নিত আলোকিত মানুষ।
কারো হাজারও লেখায়
থাকে অজস্র স্বপ্ন নিরঙ্কুশ।
কারো অতিব সাধ
সাধ্য না থাকায় দগ্ধ।
শৌর্য-বীর্য অগণিত,
তবুও কারো বিবেক স্তব্ধ।
রীতি নেই তবুও
কারো মন-প্রাণ উজাড়।
নীতিবানে কেউ আবার
দেখায় প্রয়োজনের বেশি বাড়।
আসল কথা- প্রকাশ্যে
এলেই সবকিছুর হবে মূল্যায়ন।
সেই প্রকাশ্যের বাঁধ
ভাঙতে পারেই বা ক’জন।
মুবার্তা/এস/ই

ফেসবুকে লাইক দিন