আজঃ শনিবার ● ৩১শে জ্যৈষ্ঠ ১৪৩২ ● ১৪ই জুন ২০২৫ ● ১৭ই জিলহজ্জ ১৪৪৬ ● রাত ৮:২০
শিরোনাম

By মুক্তি বার্তা

জনস্বাস্থ্য প্রতিমন্ত্রী আহত উপজেলা নির্বাহী অফিসারের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিতের তাগিদ দেন

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজ বিকালে ঘোড়াঘাটের উপজেলা নির্বাহি অফিসার ওয়াহিদা খানমের  শারীরিক অবস্থা দেখতে ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসাইন্সেস এন্ড হাসপাতাল পরিদর্শন করেন।
এ সময় তিনি হাসপাতালের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও কর্তব্যরত চিকিৎসকদের সাথে কথা বলেন। প্রতিমন্ত্রী আহত উপজেলা নির্বাহী অফিসারের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিতের তাগিদ দেন। হাসপাতাল কর্তৃপক্ষ আহত উপজেলা নির্বাহী অফিসারের সুচিকিৎসা নিশ্চিতে সব ধরনের সহায়তার বিষয়ে আশ্বস্ত করেন। 
এ সময় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব,  স্থানীয় সরকার বিভাগের সচিব, জনপ্রশাসন সচিব, স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস এন্ড হসপিটাল এর পরিচালক উপস্থিত ছিলেন। 
মুবার্তা/এস/ই

ফেসবুকে লাইক দিন