আজঃ শনিবার ● ১৪ই বৈশাখ ১৪৩১ ● ২৭শে এপ্রিল ২০২৪ ● ১৭ই শাওয়াল ১৪৪৫ ● সকাল ৯:২০
শিরোনাম

By মুক্তি বার্তা

বাইতুস সালাত জামে মসজিদে ৬টি এয়ার কন্ডিশনার (এসি) বিস্ফোরণ, আহতদের আহাজারী চলছে

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার বাইতুস সালাত জামে মসজিদে ৬টি এয়ার কন্ডিশনার (এসি) বিস্ফোরণের ঘটনা ঘটেছে।  শুক্রবার (০৪ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। দগ্ধ ৩৭ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক ইন্সটিটিউটে আনা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, এশার নামাজ চলাকালে এই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের ঘটনায় অন্তত ৩০-৪০ জন আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালসহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে আরো জানা যায়, রাত পৌনে ৯টার দিকে মসজিদের ভেতরে থাকা এসির বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যে মসজিদের ভেতরে থাকা ৩০ থেকে ৪০ জনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হুড়োহুড়ি করে তারা বের হওয়ার চেষ্টা করেন। তাদের অনেকেই দগ্ধ ও আহত ছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের টিম কাজ করছে। তবে এখনও হতাহতের সঠিক খবর জানা যায়নি।

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক ইন্সটিটিউটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন জানান, ৩৭ জনকে নারায়ণগঞ্জ থেকে আনা হয়েছে। তাদের চিকিৎসা চলছে। শুনেছি এই ঘটনায় আরও আহত আছে।

মুবার্তা/এস/ই

ফেসবুকে লাইক দিন