Edit By: মুক্তি বার্তা
চৌগাছায় ৩০ বোতল ফেনসিডিলসহ এক যুবক আটক
চৌগাছা প্রতিনি্ধিঃ যশোরের চৌগাছায় ৩০ বোতল ফেনসিডিলসহ জিফাত হোসেন নামে এক যুবককে আটক করেছে পুলিশ৷ সে উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের বর্ণি গ্রামের বাসিন্দা।
চৌগাছা থানার ওসি রিফাত খান রাজীব বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে চৌগাছা শহরের আলিয়া মাদরাসা (চৌগাছা কামিল মাদরাসা) সড়কে মুরগিহাটায় অভিযান চালিয়ে একটি ট্রাভেল ব্যাগের মধ্যে ৩০ ব্যাগ ফেনসিডিলসহ মাদক বিক্রেতা জিফাতকে আটক করা হয়। এই অভিযানে নেতৃত্ব দেন এসআই রাজেশ ও এএসআই ইব্রাহিম।
তিনি আরো বলেন, এ বিষয়ে ওই মাদক বিক্রেতার নামে মাদক মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মামলা নথিভুক্ত শেষে তাকে আদালতে পাঠানো হবে।
মুবার্তা/এস/ই