By মুক্তি বার্তা
ছাত্রলীগের সাবেক সভাপতি আমিরুল ইসলামের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
চৌগাছা প্রতিনিধিঃ যশোরের চৌগাছার নারায়ণপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আমিরুল ইসলামের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১ টায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে এই দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।
নারায়ণপুর ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক আমজেদ আলীর সভাপতিত্বে ও চৌগাছা সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি আশিকুজ্জামান রিংকুর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এসএম হাবিবুর রহমান।
বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আবু সৈয়দ মোহাম্মদ শরিফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য রেজওয়ান হাবিব আলিফ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিএম শফিকুজ্জামান রাজু, সাংগঠনিক সম্পাদক রাজু আহাম্মেদ।
অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ছাত্রলীগ নেতা হাসান রেজা, আকরামুল ইসলাম, মিকাইল, আলমগীর হোসেন, না
মুবার্তা/এস/ই