আজঃ বুধবার ● ১৮ই বৈশাখ ১৪৩১ ● ১লা মে ২০২৪ ● ২১শে শাওয়াল ১৪৪৫ ● দুপুর ১২:১১
শিরোনাম

By মুক্তি বার্তা

প্রেস বিজ্ঞপ্তি নারায়ণগঞ্জের বাইতুস সালাত জামে মসজিদে এসির বিস্ফোরণে হতাহতের ঘটনায় ইসলামী যুব আন্দোলন যশোর জেলা শাখার শোক বার্তা

ফাইল ছবি

কামরুজ্জামান, যশোরঃ সেপ্টেম্বর ২০২০ খ্রীস্টাব্দ রোজ শুক্রবার রাত পৌনে ৯টায় এশারের নামাজের সময় নারায়ণগঞ্জের পশ্চিম তল্লা বাইতুস সালাত জামে মসজিদে এসির বিস্ফোরণে অন্তত ৪০ জন আগুনে দগ্ধ হয়েছে।

ইসলামী যুব আন্দোলন যশোর জেলার সংগ্রামী সভাপতি মোঃ কামরুজজামান এক শোক বিবৃতিতে বলেন, নারায়ণগঞ্জের পশ্চিম তল্লা বাইতুস সালাত জামে মসজিদে এশারের ফরজ নামাজের পর অনেকে সুন্নত নামাজ পড়ছিলেন৷ তখনই বিকট শব্দে এসির বিস্ফোরণ ঘটে। মসজিদে দেড় টনের ৬টি এসি ছিল। সবগুলো একসাথে বিস্ফোরিত হয়েছে। মুহূর্তেই মসজিদের ভেতরে আগুন ছড়িয়ে পড়ে। মসজিদে থাকা মুসল্লীদের গায়ে আগুনের ফুলকি গিয়ে পড়লে একে একে দগ্ধ হতে থাকে মুসল্লীরা। মসজিদের ভেতর থেকে আসতে থাকে মুসল্লীদের আত্মচিৎকার। পরে আশেপাশের লোকজন গিয়ে তাদের উদ্ধার করে। তাদের অনেকের শরীরে কাপড় ছিল না। আগুনে পুড়ে যায় শরীরের কাপড়গুলো। সর্বশেষ প্রাপ্ত তথ্যমতে দগ্ধদের মধ্যে ৩৭ জনকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

জেলা সভাপতি মোঃ কামরুজ্জামান আরো বলেন, আগুনে দগ্ধ ইমাম, মুয়াজ্জিনসহ প্রত্যেক মুসল্লীর সুস্থতা কামনা করছি। আল্লাহ তা’য়ালা ভাইদেরকে যেন অতি দ্রুত সুস্থতার নেয়ামত দান করেন এবং আহতদের স্বজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। দূর্ঘটনায় আহত প্রত্যেক মুসল্লীর চিকিৎসার যাবতীয় খরচ সরকারকেই বহন করতে হবে। সেই সাথে এটি কি সত্যিই কোনো দূর্ঘটনা ছিলো নাকি ইসলাম বিদ্বেষী কোনো কুচক্রী মহলের মাস্টার প্লান ছিলো সেটিও খতিয়ে দেখার জন্য প্রশাসনকে বিনীতভাবে আহ্বান করবো।

মুবার্তা/এস/ই/কামরুজ্জামান

 

ফেসবুকে লাইক দিন