আজঃ মঙ্গলবার ● ৪ঠা চৈত্র ১৪৩১ ● ১৮ই মার্চ ২০২৫ ● ১৭ই রমযান ১৪৪৬ ● বিকাল ৪:৪২
শিরোনাম

By মুক্তি বার্তা

সিনহা হত্যা মামলার তদন্ত কমিটি প্রতিবেদন জমা

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে সিনহা হত্যা মামলার তদন্ত কমিটি প্রতিবেদন জমা দেয়।

তদন্ত কমিটির প্রধান চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) ও যুগ্মসচিব মোহাম্মদ মিজানুর রহমান, কমিটির অপর সদস্য সশস্ত্র বাহিনী বিভাগের প্রতিনিধি সেনাবাহিনীর লে. কর্নেল এস এম সাজ্জাদ হোসেনকে সঙ্গে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে প্রতিবেদন হস্তান্তর করেন। এর আগে বেলা সাড়ে ১১টার দিকে প্রতিবেদন জমা দিতে তারা সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রবেশ করেন।

অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান গত ৩১ জুলাই রাত ১০টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশ পরিদর্শক লিয়াকত আলীর গুলিতে নিহত হন। এ ঘটনা প্রকাশের পর দেশজুড়ে তোলপাড় শুরু হয়। এরপর এই ঘটনার উৎস, কারণ ও ভবিষ্যতে এমন ঘটনা যেন না ঘটে সে জন্যে ২ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি চার সদস্যের কমিটি গঠন করে।

কমিটির অন্য দুই সদস্য হলেন-বাংলাদেশ পুলিশের প্রতিনিধি অতিরিক্ত উপ-মহাপরিদর্শক জাকির হোসেন খান ও কক্সবাজার জেলা প্রশাসনের প্রতিনিধি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাজাহান আলী।

প্রথমে সাত কর্মদিবস অর্থাৎ ১০ আগস্টের মধ্যে কমিটিকে প্রতিবেদন জমার সময়সীমা বেঁধে দেয় মন্ত্রণালয়। এরপর কমিটির সময় বাড়ানো হয় ২৩ আগস্ট পর্যন্ত। পরে দ্বিতীয়বার কমিটির আবেদনের পরিপ্রেক্ষিতে ফের ৩১ আগস্ট পর্যন্ত সময় বাড়ানো হয়। এ সময়ের মধ্যে ঘটনার অন্যতম অভিযুক্ত টেকনাফ থানার বহিষ্কৃত ওসি প্রদীপ কুমার দাশের বক্তব্য গ্রহণ করতে না পারায় কমিটির মেয়াদ সর্বশেষ ৭ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়। ২ সেপ্টেম্বর কক্সবাজার জেলা কারাগারের ফটকে প্রদীপ কুমার দাশের বক্তব্য গ্রহণ করে কমিটি।

কমিটির প্রধান মিজানুর রহমান গত শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় কক্সবাজার হিল ডাউন সার্কিট হাউসে এক সংক্ষিপ্ত ব্রিফিংয়ে বলেন, ‘কমিটি অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খানের মৃত্যুজনিত ঘটনা তদন্ত করতে গিয়ে এ ঘটনায় সংশ্লিষ্ট ৬৮ জনের সঙ্গে কথা বলেছে। তাদের বক্তব্য গ্রহণ করেছে। এই সব কথা-বক্তব্য ও প্রাপ্ত তথ্য-উপাত্ত যাচাই-বাছাই এবং বিশ্লেষণ করে কমিটির সকল সদস্য সর্বসম্মতভাবে প্রতিবেদনটি চূড়ান্ত করছে। যা আগামী ৭ সেপ্টেম্বর মন্ত্রণালয়ে জমা দেয়া হবে। সিনহার মৃত্যুর ঘটনাটি কেন ঘটেছে এবং এ ঘটনায় কারা দায়ী তা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।’

মুবার্তা/এস/ই

ফেসবুকে লাইক দিন