আজঃ মঙ্গলবার ● ২৬শে ভাদ্র ১৪৩১ ● ১০ই সেপ্টেম্বর ২০২৪ ● ৫ই রবিউল-আউয়াল ১৪৪৬ ● ভোর ৫:৩১
শিরোনাম

By মুক্তি বার্তা

নিজেই চা বানাই, কফি বানাই- শেখ হাসিনা

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ সকালে উঠে আমি জায়নামাজ খুঁজি। ঘুম থেকে উঠেই নামাজ পড়ি। এরপর কোরআন তিলাওয়াত করি। এরপরে এক কাপ চা নিজে বানাই। আমার চা টা আমি নিজেই বানিয়ে খাই। চা বানাই, কফি বানাই। আমি নিজে বানাই। এমনটিই ব্যক্ত করলেন-প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা বলেছেন।

বুধবার (০৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে বিরোধী দলের সংসদ সদস্য রোস্তম আলী ফরাজীর প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বাসায় আমার ছোটবোন থাকে। যে আগে উঠে সে বানায়। এখন আমার মেয়ে পুতুল আছে। যে ঘুম থেকে আগে উঠে সেই বানায়। আমরা নিজেরা করে খাই। এর আগে নিজের বিছানা থেকে নামার সঙ্গে সঙ্গে বিছানাটা গুছিয়ে রাখি নিজের হাতে।

‘এরপরে বই-টই যা পড়ার পড়ি। ইদানিং করোনা ভাইরাসের কারণে সকালে একটু হাঁটতে বের হই। তবে আরেকটা কাজ করি এখন। গণভবনে একটি লেক আছে। যখন হাঁটতে যাই, হাঁটা শেষে যখন লেকের পাশে বসি, তখন একটা সিপ নিয়ে বসি, মাছও ধরি।

মুবার্তা/এস/ই

ফেসবুকে লাইক দিন