আজঃ মঙ্গলবার ● ১২ই অগ্রহায়ণ ১৪৩১ ● ২৬শে নভেম্বর ২০২৪ ● ২২শে জমাদিউল-আউয়াল ১৪৪৬ ● ভোর ৫:০৫
শিরোনাম

By মুক্তি বার্তা

কবিতা- “দাতা”

ফাইল ছবি

দাতা
         কেয়ন ইমরান
হে দাতা! মহা দানবীর!
কেমনে বিঁধায়লে অসহায়ের বক্ষে তীর!
তুমি তো জ্ঞানী, শুনেছি আমি।
কেমনে তবে কর এই পাগলামী?
অসহায়ত্বকে করে পুঁজি কেন জ্বালাও?
প্রতিবেশী দরিদ্রকে কেন হটাও?
তোমার এ কেমন নীতি,
কেন চিত্ত মাঝে জাগাও স্বজন প্রীতি?
কেমন উদারতা তব মাঝে,
দানের নামে দরিদ্রকে ডুবাও সাঁঝে।
ঢাক-ঢোল পিটিয়ে হয় না’ক দান,
তোমার এ সবই বুঝি- পেতে চাও সম্মান।
সম্মান কখনও যায় না পাওয়া,
বাদ দাও তাই এমন চাওয়া।
মানবিকতা জাগ্রত কর, ওহে দাতা।
মনের আশ মিটাবে তবেই ধাতা।
কারও চোখের নদী করে সিক্ত,
যায় না হওয়া খোদার ভক্ত।
মুমিন হও এমন তুমি-
উর্বর হয় যেমন আদাড় ভূমি।
তোমার হাত আর মুখ থেকে
অপর মুসলমান নিরাপদ থাকে।
এই হাদীস খানি মান্য কর,
মনে-প্রাণে খোদাকে স্মরো।
লোক সমাজে ঢেড়া দিয়ে
করো না দান গরল পিয়ে।
যে দানে নেই মানবের উপকার,
তবে কিসের দান হল তোমার।
গোরস্থান নেককার দান।
কাটা যায় যদি কারও কান
তবে সেটা কিসের দান?
তুমি কেমন ওহে দাতা,
উল্টাও তব জীবনের পাতা।
পুস্তকে থাকে অনেক অধ্যায়।
পড়েছ তুমি তার কতটায়?
সাজিয়েছ জীবন বল কতটা,
ধ্বংস করেছ আর কতটা?
গরল দিয়ে নয় অমৃত দিয়ে,
মানবের তরে সুখ আন হিয়ে।
দাও যত সাজ, কর না কেন হজ্জ,
মনের মাঝে তব রয়ে গেছে বাজ।
বাজটা তুমি জবহে কর,
শান্তির তরে কৃপাণ ধর।
শত অসহায়ের কর উপকার,
দরিদ্রের তরে হও না সাওয়াড়।
শান্তির চাবুকে হটাও তারে,
রিক্ত নয় যেন রিকথে জীবন ভরে।
হাজী ডিগ্রি কর না অর্জন,
ওটা তুমি কর হে বর্জন।
যদি না আসে মানবের শান্তি
দানবীর, হাজী- এসব তবে ক্লান্তি।
তীর্থ যাত্রা, পূণ্যস্নান- এসব নয়
দূর্বল অসহায়ের মন হতে হটাও ভয়।
হে দাতা! দানবীর সনদ করো না ক্রয়,
আমিরুল মুমেনীন হতে হবে নিশ্চয়।
সমাজের অবক্ষয় করতে হবে দূর,
দরিদ্রের সাথে তাই মিলাও সুর।
বিত্ত নয় চিত্তকে রাখ ঊর্ধ্বে,
দেখি কে তব হটায়
আছে কার এমন সাধ্যে।
এমন হও দাতা ভাবি কৌলিন্য রাখে মনে,
তব নাম থাক মুখে মুখে জনে জনে।

ফেসবুকে লাইক দিন