আজঃ বৃহস্পতিবার ● ১৪ই অগ্রহায়ণ ১৪৩১ ● ২৮শে নভেম্বর ২০২৪ ● ২৪শে জমাদিউল-আউয়াল ১৪৪৬ ● রাত ১২:৫৯
শিরোনাম

By মুক্তি বার্তা

থানা হেফাজতে মৃত সন্তান প্রসব করেছে ১৩ বছর বয়সী

নিউজ ডেস্কঃ লক্ষ্মীপুরের কমলনগরে থানা হেফাজতে মৃত সন্তান প্রসব করেছে ১৩ বছর বয়সী এক ভুক্তভোগী। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে মহিলা পুলিশের উপস্থিতিতে একটি মৃত ছেলে সন্তান প্রসব করে সে।

এর আগে বুধবার দুপুরে ভিকটিমের মা বাদি হয়ে চার জনের নাম উল্লেখ করে ধর্ষণের অভিযোগে মামলা করে। পুলিশ তাৎক্ষণিক আবুল কালাম (৬০) নামের এক ব্যাক্তিকে গ্রেপ্তার করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত সাত থেকে আট মাস আগে উপজেলার হাজিরহাট ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের বাসিন্দা ওই ভুক্তভোগীকে বিভিন্ন সময়ে ওই এলাকার আবুল কালাম এবং অন্য এলাকার কয়েক জন মিলে ধর্ষণ করে। এর কিছু দিন পর পরিবার গর্ভধারণের বিষয়ে নিশ্চিত হয়। উপায়ান্ত না পেয়ে ভুক্তভোগীর পরিবার বুধবার ঘটনাটি থানা পুলিশকে জানায়। এরপর পুলিশ একটি মামলা রেকর্ড করে। তাকে থানা হেফাজতে রাখা হয়। ওই দিনই পুলিশ আবুল কালামকে তার বাড়ি হতে গ্রেপ্তার করে।

পরে বৃহস্পতিবার সকালে থানার ভিতরে প্রসববেদনা শুরু হলে কর্তব্যরত মহিলা পুলিশের উপস্থিতিতে সে একটি মৃত ছেলে সন্তান প্রসব করে। পরে পুলিশ মৃত বাচ্চাটিকে লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়। আর ভুক্তভোগীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ নুরুল আবছার জানান, ধর্ষনের অভিযোগে একটি মামলা নেয়া হয়েছে। মৃত বাচ্চাটির ডিএনএ টেষ্টের নমুনা সংগ্রহ করার জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মুবার্তা/এস/ই

ফেসবুকে লাইক দিন