আজঃ মঙ্গলবার ● ২১শে কার্তিক ১৪৩১ ● ৫ই নভেম্বর ২০২৪ ● ২রা জমাদিউল-আউয়াল ১৪৪৬ ● রাত ৮:৪৮
শিরোনাম

By মুক্তি বার্তা

করোনায় মৃত অতিরিক্ত পুলিশ সুপার মরহুম আজিজুর রহমান চৌধুরীর দাফন সম্পন্ন

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ মৌলভীবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আজিজুর রহমান চৌধুরী এর দাফন করলো কোভিড-১৯ (সন্দেহভাজন বা নিশ্চিত) রোগে বিনাপারিশ্রমিকে দাফন কাজে নিয়োজিত মৌলভীবাজার জেলার স্বেছাসেবী সংগঠন তাকরীম ফিউনারেল ফাউন্ডেশন কমলগঞ্জ উপজেলা টিম।

চলমান করোনায় জীবন উৎসর্গকারী বাংলাদেশ পুলিশের সম্মুখযোদ্ধা অতিরিক্ত পুলিশ সুপার (চুক্তিভিত্তিক) মোঃ আজিজুর রহমান চৌধুরী, বিপিএম। তিনি বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চের পলিটিক্যাল শাখায় কর্মরত ছিলেন। শনিবার রাত ১১ ঘটিকায় সামাজিক দূরত্ব বজায় রেখে শিংরাউলী ঈদগাহ ময়দানে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়।

করোনা আক্রান্ত হয়ে তিনি রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর সোয়া বারটায় তিনি মৃত্যুবরণ করেন।

তিনি ১৯৮২ সালের ১ জানুয়ারি বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। স্পেশাল ব্রাঞ্চে যোগদান করেন ২০০২ সালের ২৭ আগস্ট। তিনি ২০১৯ সালের ৩০ এপ্রিল স্বেচ্ছায় চাকরি থেকে অবসর গ্রহণ করেন। সিক্রেট ডকুমেন্ট প্রণয়নের কাজে বিশেষ পারদর্শীতার কারণে সরকার তাকে চুক্তিভিত্তিক নিয়োগ করে।

মৃত মোঃ আজিজুর রহমান চৌধুরী ১৯৫৯ সালের ১ মে মৌলভীবাজার জেলার কুলাউড়া থানার নন্দ নগর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

মরহুমের মরদেহ বাংলাদেশ পুলিশের ব্যবস্থাপনায় বিশেষ এম্বুলেন্স যোগে ঢাকা থেকে কমলগঞ্জ উপজেলার শমশের নগর ইউনিয়নের সবুজবাগ আবাসিক এলাকার বাড়িতে পৌঁছে রাত ১০.৩০ মিনিটে । সেখানে মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোঃ ফারুক আহমেদ,সহকারী পুলিশ সুপার আশরাফুজ্জামান, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আরিফুর রহমান, শমশের নগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ অরুপ কুমার চৌধুরী উপস্থিত ছিলেন।

মুবার্তা/এস/ই

ফেসবুকে লাইক দিন