আজঃ বৃহস্পতিবার ● ১০ই মাঘ ১৪৩১ ● ২৩শে জানুয়ারি ২০২৫ ● ২২শে রজব ১৪৪৬ ● সকাল ১০:৩২
শিরোনাম

By মুক্তি বার্তা

এক মাথা ও দুই মুখ- এমন বিরল আকৃতির অদ্ভুত এক কন্যাশিশুর জন্ম

ফাইল ছবি

এক মাথা ও দুই মুখ- এমন বিরল আকৃতির অদ্ভুত এক কন্যাশিশুর জন্ম দিয়েছেন স্বপ্না নামে এক গৃহবধূ। রোববার বিকাল ৫টায় টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা সদরের ডিজিটাল ক্লিনিক অ্যান্ড নার্সিং হোম নামক একটি ক্লিনিকে এ শিশুটির জন্ম হয়।

ক্লিনিকের ম্যানেজার ও গৃহবধূর শ্বশুর মোকছেদ আলী জানান, টাঙ্গাইলের গোপালপুর উপজেলার মাদারজানি গ্রামের শফিকুল ইসলাম ভূয়াপুর উপজেলার পাঁচতেইল্লা গ্রামে দেড় বছর আগে বিয়ে করে। রোববার সকালে সিজারিয়ান অপারেশন করানোর জন্য উপজেলা সদরের ডিজিটাল ক্লিনিক অ্যান্ড নার্সিং হোমে স্ত্রীকে ভর্তি করান।

তিনি জানান, বিকাল ৫টায় ডা. মো. ইসহাক আলীর তত্ত্বাবধানে তার অপারেশন করানো হয়। এ সময় এমন বিরল আকৃতির ওই কন্যাশিশুর জন্ম দেন গৃহবধূ। তবে জন্ম দেয়ার এক ঘণ্টা পরই শিশুটি মারা যায়।

খবর পেয়ে মুহূর্তের মধ্যে শিশুটিকে দেখতে ভিড় জমে যায় ক্লিনিকটিতে। পরে গৃহবধূর পরিবার শিশুটিকে নিজ বাড়ি গোপালপুরে নিয়ে দাফন করেন।

মুবার্তা/এস/ই

ফেসবুকে লাইক দিন