আজঃ শনিবার ● ১৮ই কার্তিক ১৪৩১ ● ২রা নভেম্বর ২০২৪ ● ২৯শে রবিউস-সানি ১৪৪৬ ● বিকাল ৩:৪৮
শিরোনাম

By মুক্তি বার্তা

ভ্রাম্যমান আদালতের অভিযানে আনুমানিক ১০০০ মিটার জাল জব্দ

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ সিলেটের বালাগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযানে আনুমানিক ১০০০ মিটার জাল যার আনুমানিক মূল‍্য ৫০,০০০ টাকা দামের বস্তা জাল উদ্ধার করে জব্দ করা হয়েছে।

রবিবার (১৩ সেপ্টেম্বর) বিকেল থেকে সন্ধ্যা অবধি বালাগঞ্জ উপজেলা সদরের বিভিন্ন জায়গায় গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করলে, সদর ইউপির বড়ভাঙা নদীতে, মৎস্য সম্পদ সংরক্ষণ ও সুরক্ষা আইনে এক অভিযান পরিচালনা করে নিষিদ্ধ ঘোষিত বস্তা জাল জব্দ করা হয়।

ভ্রাম্যমান আদালতে নেতৃত্ব দেন বালাগঞ্জ উপজেলা সহকারী কমিশনার(ভূমি)পলাশ মন্ডল।

এ সময় বালাগঞ্জ উপজেলা জেষ্ঠ্য মৎস্য কর্মকর্তা (অ.দা.) নির্মল চন্দ্র বণিক, ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ উপজেলা ব‍্যবস্থাপক মো: রাজিব সরদার, উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের বিভিন্ন স্থরের কর্মকর্তা-কর্মচারী সহ বালাগঞ্জ থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন। পরিশেষে অভিযানে উদ্ধারকৃত জব্দ জাল উপজেলার মাঠে জনসম্মুখে পুঁড়িয়ে তা বিনষ্ট করা।

মুবার্তা/এস/ই

ফেসবুকে লাইক দিন