আজঃ রবিবার ● ৯ই চৈত্র ১৪৩১ ● ২৩শে মার্চ ২০২৫ ● ২১শে রমযান ১৪৪৬ ● রাত ৪:৩৬
শিরোনাম

By মুক্তি বার্তা

রাস্তার ধারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ফাইল ছবি

খলিলুর রহমান, ঢাকাঃ ঢাকা  দক্ষিন সিটি কর্পোরেশন  অন্তরভুক্ত ৭১ ও ৭২নং ওয়ার্ড  সাবেক  মান্ডা ইউনিয়ন পরিষদ, এই দু টি ওয়ার্ডে বাস করে  কয়েক লাখ লোক। মান্ডা, মুগদা হয়ে ঢাকা  সিটির সাথে যাতায়াতের  একমাত্র  রাস্তা  অথচ এই রাস্তার দু ধার অবৈধ ভাবে  দখল করে  গড়ে তুলেছিলেন  হাজার হাজার  অবৈধ স্থাপনা।

ঢাকা  সিটি কর্পোরেশন  রাস্তা  প্রশস্ত করনের কাজ শুরু  করেছে  বেশ আগে থেকেই  বার বার  নোটিশ  দেওয়া  সত্বেও অবৈধ দখলদার রা অবৈধভাবে দখল করা  রাস্তা  দখল  মুক্ত  করে দেয়নি। বরং তারা পেশি শক্তির  বলে দখল করে রাখে সরকারি  জায়গা।

আজ ১৫ই সেপ্টেম্বর  ঢাকা  দক্ষিন সিটি কর্পোরেশন  অবৈধ স্থাপনা  উচ্ছেদ করতে  আসে। উচ্ছেদ  কাজ পরিচালনা করেন  ৭১নংওয়ারড  কাউন্সিলর খায়রুল জামান  ৭২নং ওয়ার্ড  কাউন্সিলর শফিকুল আলম শামিম। এসময় শত শত লোক উচ্ছেদ অভিযান  দেখার জন্য  ভীড়  জমান এবং তারা এই উচ্ছেদ  অভিযান  কে সাধুবাদ  জানান।

মুবার্তা/এস/ই

 

ফেসবুকে লাইক দিন